নিজস্ব প্রতিবেদক :- বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় ১৪ নং নেয়ামতি ইউনিয়নের চামটা গ্রামের সৌদি প্রবাসী আরিফের বাসায় পূর্ব শত্রুতার জের ধরে ভাঙচুর ও নগদ অর্থ সহ স্বর্ণালংকার লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে ৪ভরি স্বর্ণালংকার, নগদ ২ লক্ষ ৭০ হাজার টাকা ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে।
এ সময় ভুক্তভোগী নাসিমা বেগম জানায়, আমরা একই বাড়ির বিগত দিনে বাবুল মৃধা ও ও তার ছেলেরা আমার বসতবাড়ি জমি জবরদখল করে নেওয়ার চেষ্টা চালাচ্ছে এবং আমাদের বিভিন্ন সময় মামলা দিয়ে হয়রানি ও হুমকি দিয়ে আসছে কিছুদিন যাবত তার ছেলেরা আমাদের বিভিন্নভাবে গালাগালি ও হুমকি দিয়ে আসছে এ বিষয় নিয়ে আমরা বাকেরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করলে শনিবার ( ২৩ শে নভেম্বর) রাত দুইটার দিকে আমি এবং আমার পুত্রবধূ কে নিয়ে ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিলাম তখন আমার ঘরের দরজায় বাহির থেকে তালা দিয়ে ইমন, এনামুল , রুবেল বেপারী সহ ২০-২৫ জন প্রথমে আমার পাকের ঘরে হামলা চালায় আমরা ঘুম থেকে উঠে চিৎকার চেঁচামেচি করলে তারা আমার দরজা-জানলা ভেঙে বাসার ভিতরে ঢুকে রামদা দেশীয় অস্ত্র সহ আমাদের দুজনকে অস্ত্রের মুখে রেখে নগদ টাকা ও স্বর্ণালংকার মালামাল নিয়ে যায় আমরা পরে ডাক চিৎকার দিলে আমাদের বাড়ির আশেপাশের লোকজন চলে আসেন আমরা তাৎক্ষণিক ৯৯৯ ফোন দিলে ঘটনাস্থলে থানা থেকে পুলিশ আসে ততক্ষণে তারা পালিয়ে যায়
ভুক্তভোগী নাসিমা বেগমের ছেলে সৌদি প্রবাসী আরিফ হোসেন বলেন, আমরা দুই ভাই দীর্ঘদিন যাবত প্রবাসে থাকি আমার মা আমার স্ত্রী কে নিয়ে বাড়িতে থাকেন আমাদের একই বাড়ির বাবুল মৃধার সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরত চলে আসছে আমি ঘটনার আগের রাত্তিরে বাংলাদেশে পৌঁছেছি আমি বাড়িতে আসার কথা শুনে বাবুল মৃধার ছেলে এনামুল মৃধা ও তাদের দলবল নিয়ে আমার বাসায় হামলা ও লুটপাট করে আমি বাড়ি করার জন্য টাকা ও আমি অল্প কিছুদিন হয় বিবাহ করেছি আমার স্ত্রীর স্বর্ণালংকার ছিল সেগুলো তারা নিয়ে গেছে এ বিষয়ে বাকেরগঞ্জ থানায় আমার মা বাদী হয়ে ৬ ছয়জনকে ও অজ্ঞাত নামা ২/৩ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন আমরা এই সন্ত্রাসীদের বিচার চাই দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার করা হোক
এ বিষয়ে বাকেরগঞ্জ ১৪ নং নেয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ূন কোবির বলেন তারা একই বাড়ির দীর্ঘদিন যাবত তাদের মধ্যে জমি জমা নিয়ে বিরত চলে আসছে শনিবার রাত্তিরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ঘটনাস্থলে রবিবার সকালে আমাদের ইউপি সদস্যকে পাঠিয়েছি এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে যাহার মামলার নাম্বার জিআর ৪০৮/ আমরা চাই এর সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার করা হোক
বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ৯৯৯ ফোন পেয়ে থানা থেকে তাৎক্ষণিক পুলিশ গিয়েছে এ বিষয়ে বাকেরগঞ্জ থানায় একটি ৬ জনকে ও অজ্ঞাত নামা ২/৩ জন কে আসামি করে মামলা রুজু করা হয়েছে যাহার মামলার নাম্বার জিআর ৪০৮/ তদন্ত চলমান রয়েছে আমরা সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছি।