বাকেরগঞ্জ প্রতিনিধি :-বাকেরগঞ্জ উপজেলার ১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড রঘুনাথ পুরে জমিজমা সংক্রান্ত বিষয় মতবিরোধে পূর্ব শত্রুতার জেরে মস্তোফা সিকদারের ছেলে রাজিব সিকদারকে পিটিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায় বেশ কিছু দিন ধরে জমিজমা সংক্রান্ত ঝামেলা থাকায় প্রতিবেশি মৃত্যু কাঞ্চন সিকদারের ছেলে আওয়ামীলীগ নেতা নাসির সিকদার গং সুযোগ পেয়ে রাজিব সিকদারের পথ আগলে এলোপাতাড়ি ভাবে লাঠিসোঁটা এবং হাতুরী দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। গুরুত্বর আহত অবস্থায় গাজির হাট যাবার পথে ফেলে রেখে যান। এ সময় রাজিবের পকেটে থাকা নগদ ৬০ হাজার টাকা মোবাইল সেট সহ সাথে থাকা মালামাল ছিনিয়ে নেন আওয়ামীলীগ নেতা নাসির সিকদার গং। পরবর্তীতে স্থানীয়রা রাজিবকে উদ্যার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। গত দুইদিন ধরে অজ্ঞান অবস্থায় চিকিৎসা শেষে একটু সুস্থ হন।
আহত রাজিব সিকদার এখনো চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় বাদি হয়ে রাজিব সিকদারের পিতা মস্তোফা সিকদার নাসির সিকদার সহ ৬ জনের নাম উল্লেখ করে আরো ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন।