মোঃমমিনঃ ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকায় গত ১২ নভেম্বর ২০২৪ ইং তারিখ ৪ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে ঢাকা মহানগরীর সবুজবাদ থানার থানার ধর্ষণ মামলার আসামি ওয়াসিম উদ্দিন (৪৭), ওয়ারী, ঢাকা’কে গ্রেফতার করেছে র্যাব-৩ ও র্যাব-১০ এর একটি যৌথ আভিযানিক দল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত ওয়াসিম উদ্দিন এবং উক্ত মামলার ভিকটিম ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকালীন কাজ করার সময় তাদের পরিচয় হয়। সেই সুবাদে তাদের মোবাইল ফোনে যোগাযোগ, দেখা-সাক্ষাত হয়। ভিকটিম একজন ডিভোর্সী মহিলা জানানোর পরও গ্রেফতারকৃত আসামী ভিকটিমকে প্রেম ও বিবাহের প্রস্তাব দেয় এবং তাদের মাঝে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে।
পবিত্র কোরআন শরীফ এবং আল্লাহ’কে স্বাক্ষী রেখে বিবাহ ও রেজিষ্ট্রি করার প্রলোভন দেখিয়ে ভিকটিমের ভাড়া বাসায় এবং সুবিধাজনক স্থানে নিয়ে ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করে। এছাড়াও গ্রেফতারকৃত আসামি ভিকটিমকে তার স্ত্রী হিসাবে ব্যবহার করে বিভিন্ন এনজিও হতে বিপুল পরিমাণ ঋণ উত্তোলন করে। এ ব্যাপারে ভিকটিম আসামির প্রথম স্ত্রী ও মেয়ের সাথে কথা বললে তারা টাকা ও বিবাহের বিষয়ে সমাধান করে দিবে বলে আশ্বাস দেয় কিন্তু আসামি ভিকটিমকে বিবাহ ও কাবিন রেজিষ্ট্রি করতে অস্বীকৃতি জানায়।
পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে গ্রেফতারকৃত ওয়াসিম উদ্দিন এর বিরুদ্ধে গত ১০ অক্টোবর ২০২৪ তারিখ ঢাকা মহানগরীর সবুজবাগ থানায় নারী ও শিশু নিযার্তন দমন ট্রাইব্যুনালে ২০০০ সালের নারী ও শিশু দমন আইনের ৯(১) ধারার বিবাহের প্রলোভন দেখাইয়া ধর্ষণ মামলা দায়ের করে।
গ্রেফতারকৃত ওয়াসিম উদ্দিন এর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের হওয়ার পরপরই রাজধানীর ওয়ারী এলাকা ছেড়ে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় এসে আত্মগোপন করে।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।