ঢাকা ০২:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লামা ফাঁসিয়াখালীর শিক্ষার্থীদের একমাত্র ভরসাস্থল হায়দারনাশী গ্রামার স্কুল বাগেরহাটে ঐতিহ্যকে মেলে ধরে রাখতে পিঠা উৎসব মধুপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতাপুত্রের মৃত্যু মোরেলগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত মধুপুরে বিয়ের ৭ মাস পর গৃহ বধূর রহস্য জনক মৃত্যু নড়াইলের গোবরায় মৎস্য খামারে বিষ প্রয়োগ ৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন দুই বছর যাবত মায়ানমার কারাগারে বন্দী লামার ছেলে আবুল মোছা ইসলামপুরে মোটর সাইকেল সংঘর্ষে এক কিশোরের মৃত্যু আহত ২ সাড়ে ৩ ঘণ্টা পর উত্তরার লাভলীন রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে এস আলম ও তার পরিবারের ১২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

কক্সবাজারে বন্য বাচ্চা হাতির রহস্যজনক মৃত্যু

  • আপডেট সময় : ০৮:১৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • ৩০৪৪ বার পড়া হয়েছে

কপিল উদ্দিন, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁওতে ইসলামাবাদ গজালিয়ার সাতঘরিয়াপাড়া সংলগ্ন গর্জনতলা এলাকায় একটি বন্য বাচ্চা হাতির রহস্যজনক মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে কয়েকজন কাঠুরিয়া লাকড়ি সংগ্রহ করতে গিয়ে হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পান। ঘটনাটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

খবর পেয়ে বন বিভাগের একটি দল সকাল ১০টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়। ফুলছড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন আহমেদ জানান, হাতিটি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল এবং বন বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিল। তবে হঠাৎ করেই তার মৃত্যু ঘটে। মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমি তো কোন ডাক্তার নই, হাতিটি কিভাবে মারা গেছে আমি কিভাবে বলবো?”

তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হাতিটির গায়ে বিভিন্ন ক্ষতচিহ্ন ছিল, যা স্বাভাবিক অসুস্থতার সাথে মেলে না। তাদের মতে, আঘাতের চিহ্নগুলো হাতিটির মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ থাকার ইঙ্গিত দিচ্ছে। এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে অনেকেই হাতিটির ওপর নিপীড়ন বা দুর্ঘটনার সন্দেহ করছেন।
এলাকাবাসীর দাবি, হাতিটির গায়ে যে ধরনের আঘাতের চিহ্ন দেখা গেছে, তা কোনো সাধারণ অসুস্থতার ফলাফল বলে মনে হচ্ছে না। তারা মনে করছেন, হয়তো হাতিটি কোনো দুর্ঘটনা বা অন্য কোনো প্রতিকূল অবস্থার শিকার হয়েছে। ফলে এলাকাবাসী এই মৃত্যুর পেছনে প্রকৃত কারণ উদঘাটনের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

বন বিভাগের কর্মকর্তারা হাতিটির মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার আশ্বাস দিয়েছেন। তবে, দ্রুত কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা না আসলে, এ ঘটনা আরও রহস্যময় হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

লামা ফাঁসিয়াখালীর শিক্ষার্থীদের একমাত্র ভরসাস্থল হায়দারনাশী গ্রামার স্কুল

কক্সবাজারে বন্য বাচ্চা হাতির রহস্যজনক মৃত্যু

আপডেট সময় : ০৮:১৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

কপিল উদ্দিন, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁওতে ইসলামাবাদ গজালিয়ার সাতঘরিয়াপাড়া সংলগ্ন গর্জনতলা এলাকায় একটি বন্য বাচ্চা হাতির রহস্যজনক মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে কয়েকজন কাঠুরিয়া লাকড়ি সংগ্রহ করতে গিয়ে হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পান। ঘটনাটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

খবর পেয়ে বন বিভাগের একটি দল সকাল ১০টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়। ফুলছড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন আহমেদ জানান, হাতিটি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল এবং বন বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিল। তবে হঠাৎ করেই তার মৃত্যু ঘটে। মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমি তো কোন ডাক্তার নই, হাতিটি কিভাবে মারা গেছে আমি কিভাবে বলবো?”

তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হাতিটির গায়ে বিভিন্ন ক্ষতচিহ্ন ছিল, যা স্বাভাবিক অসুস্থতার সাথে মেলে না। তাদের মতে, আঘাতের চিহ্নগুলো হাতিটির মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ থাকার ইঙ্গিত দিচ্ছে। এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে অনেকেই হাতিটির ওপর নিপীড়ন বা দুর্ঘটনার সন্দেহ করছেন।
এলাকাবাসীর দাবি, হাতিটির গায়ে যে ধরনের আঘাতের চিহ্ন দেখা গেছে, তা কোনো সাধারণ অসুস্থতার ফলাফল বলে মনে হচ্ছে না। তারা মনে করছেন, হয়তো হাতিটি কোনো দুর্ঘটনা বা অন্য কোনো প্রতিকূল অবস্থার শিকার হয়েছে। ফলে এলাকাবাসী এই মৃত্যুর পেছনে প্রকৃত কারণ উদঘাটনের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

বন বিভাগের কর্মকর্তারা হাতিটির মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার আশ্বাস দিয়েছেন। তবে, দ্রুত কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা না আসলে, এ ঘটনা আরও রহস্যময় হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।