আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজেদের জায়গায় সাইনবোর্ড স্থাপন করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আব্দুল হালিম (৫২), মোঃ হাসান (৫২), মোঃ মিজান (২৩) নামের তিনজন আহত হয়েছেন।
গত মঙ্গলবার (০৮ অক্টোবর) আহত আব্দুল হালিম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, আবদুল্লাহ আল হারুন (৫৫), মোঃ ওসমান (৩০), মোঃ রাশেদুল আলম (২৮), মোঃ আলমগীর আজাদ (৬৮) তারা।সবাই উপজেলার রায়পুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চুন্নাপাড়া গ্রামের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে আহতরা তাদের নিজ জমিতে সাইনবোর্ড স্থাপন করতে গেলে পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা আমাদের বাঁধা দেয়। এসময় আহতরা প্রতিবাদ করলে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অভিযুক্তরা হামলা করে আব্দুল হালিম (৫২), মোঃ হাসান (৫২), মোঃ মিজান (২৩) নামের তিনজনকে গুরুতর আহত করে। পরবর্তীতে আহতরা চমেক হাসপাতাল চিকিৎসাধীন।
এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান,অভিযোগ পেয়েছি তদন্ত করে।অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।