মোঃ ইমরান হোসেন খান বাকেরগঞ্জ :-
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা ১৪ নং নিয়তি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নিয়ামতি বাজারের ফল পট্টিতে ভিআইপি মিষ্টান্ন ভান্ডার নামক দোকানের সামনে পাকা রাস্তার উপরে এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
গত ১১ই অক্টোবর রোজ শুক্রবার মামলার এজাহার সুত্রে জানা যায় মোঃ আজাদ হোসেন (৬৫) এর ছেলে মোঃ রাজিব ফরাজী (২৮) কে পুবশত্রুতার জের এবং পূর্বপরিকল্পনা অনুযায়ী উদ্দেশ্য প্রণদিত ভাবে প্রাণনাশের উদ্দেশ্যে মাথায় ধারালো অস্ত্র লাঠি ছোটা সহ ৭-৮ আট জন সন্ত্রাসী দলবদ্ধ হয়ে একযোগে হামলা চালায় এ সময় গুরুতর আহত মোহাম্মদ রাজিব ফরাজী এবং ইমন মৃধার ডাক চিৎকার শুনিয়া স্থানীয় লোকজন সহ অন্যান্য সাক্ষী গন ঘটনা স্থলে এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়।
গুরুতর আহত রাজিব ফরাজী এবং ইমন মৃধাকে প্রাথমিক চিকিৎসার জন্য বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সের ভর্তিকরা হয়।
তাদের অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়। উক্ত ঘটনায় মোঃ আজাদ হোসেন গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৮ ঘটিকার সময় একটি মামলা দায়ের করেন যাহা এজাহার হিসাবে গন্য করা হয়েছে। এলাকাবাসী জানান মোহাম্মদ আজাদ হোসেনের ছেলেরা সবাই প্রবাসী। দুই ছেলে দেশে ছুটি কাটাতে আসলে। এক ছেলে এখন হসপিটালে ভর্তি আছে। অন্য ছেলেকেও প্রাণ নাসের হুমকি দিয়ে বেড়াচ্ছে আসামীরা।
আজাদ হোসেন বলেন আমি এবং আমার পরিবারসহ আত্মীয়-স্বজন সবাই আতঙ্ক এবং নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। বাকেরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন মামলাটি এজাহারভুক্ত করা হয়েছে আসামীদের গ্রেফতারে অভিযান চলছে তদান্তর্পুবক আসামীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহন করা হবে।