নিজস্ব প্রতিনিধি বরিশাল:- বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নে বিএনপি’র দুই নেতার কর্মকাণ্ড নিয়ে জনমনে নানান রকম প্রশ্ন উঠেছে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে ১৬ বছর আওয়ামী লীগ নেতাদের সাথে গভীর সম্পর্ক রেখে বিভিন্ন সুবিধা নিয়ে কোটিপতিও হয়েছেন দুধল ইউনিয়নের বিএনপি নেতা নাসির উদ্দিন রিপন খান।
আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলে দীর্ঘদিন থেকে ঢাকায় টিসিবি পন্যের ডিলার হয়ে টিসিবি পন্য কালোবাজারে বিক্রয় করে রাতারাতি কোটিপতি বনে গেছেন বিএনপি নেতা নাসির উদ্দিন রিপন খান।
নাসির উদ্দিন রিপন খান তার অবৈধ টাকার জোরে
বর্তমানে দুধল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব পদ ভাগিয়ে নিয়েছেন। দুধল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উজ্জ্বল খান এর আপন বোন নাসির উদ্দিন রিপনের পরিবারে থাকায় স্বৈরাচার সরকারের প্রত্যেকটা নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয় করতে নাসির উদ্দিন রিপন সক্রিয়ভাবে নির্বাচনী মাঠে ছিলেন।
অনুসন্ধানে দেখা যায়, নাসির উদ্দিন রিপন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণের বেশ কিছু ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এখনো রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রার্থীকে বিজয়ের লক্ষ্যে দুধল ইউনিয়নের একটি পথসভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্শেদ উজ্জ্বল ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মিলন হাওলাদারের সাথে একি মঞ্চে পাশাপাশি বসে রয়েছেন। সেই ছবিতে দেখা যায় বিএনপি নেতা নাসির উদ্দিন রিপনের পিছনে দাঁড়িয়ে তার গলার উপর দুই হাত ধরে জড়িয়ে রেখেছেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মিলন হাওলাদার। এছাড়াও অপর একটি ছবিতে দেখা যায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী গোলাম মোর্শেদ উজ্জলের নির্বাচনী প্রচারণায় কাঠের তৈরি একটি নৌকার প্রতীক নিয়ে গণসংযোগ করেছে ইউনিয়ন যুবলীগের সভাপতি মিলন হাওলাদার আর তারই পাশে রয়েছেন নাসির উদ্দিন রিপন খান।
আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নির্বাচন আসলে যাহার কাজই থাকে নৌকাকে বিজয় করা তিনি এখন ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব পদে থাকায় বিএনপি নেতা নাসির উদ্দিন রিপন খানকে নিয়ে
উপজেলা জুড়ে নানান বিতর্কে তোলপাড় সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের আমলে ১৬ বছর দাপটে থাকা রিপনের পুরো পরিবার ও বংশ যেখানে আওয়ামী লীগের সমর্থক ও বিভিন্ন স্তরের আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত ও নাসির উদ্দির রিপন খান নিজেও নৌকার ব্যাচ লাগিয়ে প্রকাশ্যে আওয়ামী লীগের বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছে তাকে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব করায় বিএনপি নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এছাড়াও স্থানীয়দের অভিযোগ রয়েছে, দুধল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক বিএনপি’র সভাপতি রাসেল খান আওয়ামী লীগের ক্ষমতার আমলেও নাসির উদ্দিন রিপন খানের সহযোগী থেকে এলাকায় বিভিন্ন অপকর্ম করে রাজত্ব কায়েম করেছে। ২২ সেপ্টেম্বর দুধল কেজিএস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক অমিত রঞ্জন মন্ডল কে স্কুলের লাইব্রেরীতে এসে লাঞ্ছিত করেছে। ওই স্কুলের দক্ষিণ পাশে একটি নতুন নির্মাণাধীন ভবনের কেয়ারটেকারের দায়িত্ব রয়েছে বিএনপি নেতা রাসেল খান। প্রধান শিক্ষককে লাঞ্ছিত করায় স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা রাসেল খানের বিরুদ্ধে ২৫ সেপ্টেম্বর বিদ্যালয় এর মাঠে ভিক্ষোব ও প্রতিবাদ সমাবেশ করেছে।
ভিক্ষোব ও প্রতিবাদ সমাবেশে কেজিএস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, রাসেল খান স্বৈরাচার সরকারের আমলেও এলাকায় বিভিন্ন অপকর্ম করেছে। এখন আমাদের বিদ্যালয়ের একটি রুমে রাসেল খান বসবাস করে আসছে। বিভিন্ন সময় স্কুলের ছেলেমেয়েদের নানানভাবে লাঞ্ছিত করে। স্কুল রুমে বহিরাগত নারীদের নিয়ে আসেন কেউ বাধা দিলে তাকে লাঞ্ছিত হতে হয়।
এ বিষয়ে বিদ্যালয়ে প্রধান শিক্ষক অমিত রঞ্জন মন্ডল বলেন, রাসেল খানের বিরুদ্ধে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। সঠিক তদন্ত করে রাসেল খানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বলেন, রাসেল খানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।