মো:জামাল হোসেন :- স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ। এই উদ্দেশ্যকে সামনে রেখে এ সংগঠনটি ১১সেপ্টেম্বরে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়।
১১সেপ্টেম্বর বুধবার চতুর্থ বছর শেষ হয়ে পঞ্চম বছরে পদার্পণ হলো মানবিক রক্ত ব্যাংকের।
মানবিক রক্ত ব্যাংকের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে কেক কাটা ও মিলাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদারীপুর,শরীয়তপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, পিরোজপুরসহ বিভিন্ন জেলায় একই যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় হয়েছে।
এ পর্যন্ত সংগঠনটি প্রায় সারে ১০ হাজার ব্যাগের উপরে রক্ত সংগ্রহ করে দিতে সক্ষম হয়েছে। সংগঠনটি বাংলাদেশের ৮টি বিভাগে তাদের কার্যক্রম চলমান রেখেছে। ৬৪ জেলায় রয়েছে স্বেচ্ছাসেবী
দেশের সার্বিক উন্নয়নে তাদের অনেক গুলো লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে। সম্প্রতি বন্যায় দুর্গতদের মাঝে পোশাক নগদ অর্থসহ শুকনো খাবার, ঔষধ, পানি বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা হয়। এছাড়াও বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা, রক্ত দাতাদের ডেটাবেজ সংরক্ষণ করা এবং যে কোন রোগীর প্রয়োজনে বিনা মূল্যে রক্ত দিয়ে মানুষের জীবন বাচাঁনো তাদের মূল লক্ষ্য।
সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এই সংগঠনটি সুনামের সাথে কার্যক্রম চালিয়ে আসছে। তাদের সৌজন্যে অগণিত মুমুর্ষ রোগী চাহিদা অনুযায়ী রক্ত পেয়ে আজ তারা সুস্থ্যভাবে জীবন যাপন করছেন।
ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচী পালন, রক্ত দানে উদ্বুদ্ধ করতে বিভিন্ন প্রচার পত্র বিলি করাসহ গ্রাম-গঞ্জ ও হাট বাজারের বিভিন্ন দেওয়াল ও গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে সচেতনতা মূলক লেখা সমৃদ্ধ পোস্টার লাগিয়ে এলাকার সকলের নজর কেড়েছেন রক্তের অভাবে মৃত্যু রোধে গঠিত সেচ্ছাসেবী এই সংগঠন।