ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লামা ফাঁসিয়াখালীর শিক্ষার্থীদের একমাত্র ভরসাস্থল হায়দারনাশী গ্রামার স্কুল বাগেরহাটে ঐতিহ্যকে মেলে ধরে রাখতে পিঠা উৎসব মধুপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতাপুত্রের মৃত্যু মোরেলগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত মধুপুরে বিয়ের ৭ মাস পর গৃহ বধূর রহস্য জনক মৃত্যু নড়াইলের গোবরায় মৎস্য খামারে বিষ প্রয়োগ ৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন দুই বছর যাবত মায়ানমার কারাগারে বন্দী লামার ছেলে আবুল মোছা ইসলামপুরে মোটর সাইকেল সংঘর্ষে এক কিশোরের মৃত্যু আহত ২ সাড়ে ৩ ঘণ্টা পর উত্তরার লাভলীন রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে এস আলম ও তার পরিবারের ১২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

রক্তাক্ত স্বাধীনতা ~চৌধুরী সিয়াম ইলাহী

  • আপডেট সময় : ০১:১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
  • ৩১২৭ বার পড়া হয়েছে

 

যে তুমি স্বাধীনতা নিয়ে লিখেছো হাজার
কবিতা, সেই তুমি আজ নিরব কেন?
চারপাশের এই স্বাধীনতা হারানোর সুর
কি তোমার হৃদয়ে পৌছেনি?

তুমি কে দেখছো না আমার মেধাবী ভাইয়ের
তাজা রক্তে রাজপথ রঞ্জিত হচ্ছে?
আমার বোনের এই স্বাধীন দেধে লাঞ্চিত
হওয়ার এই দৃশ্য কি তুমি দেখছো না?

তুমি কি স্বজনহারাদের কান্নার শব্দ
এখনো শুনতে পাওনি?
তুমিও কি তবে অন্যায়ের বিরুদ্ধে
কলম ধরার স্বাধীনতা হারিয়েছো?

খোদার কসম তবে, আজ থেকে
আমি ভুলে গেলাম তোমাদের।
তোমরা যারা এই যৌক্তিক দাবিতে
আমাদের রিরুধীতা করেছো।

আমরা দমে যায়নি, এখনো আছি বাহান্ন,
উনসত্তর কিম্বা একাত্তরের মতোই,

আমরা আমাদের ভাইয়েদের রক্তের
হিসাব তবে রক্ত দিয়েই বুঝে নিবো।

ভুলে যেও না তোমরা, সুকান্ত ভট্টাচার্যের
সে আঠারো আমরাই।
আমাদের ঠেকাতে গেলে নিজেদের
অস্তিত্ব ঠিক থাকবে না।

এই বাংলার রাজপথ রঞ্জিত রক্তাক্ত
মাটি ছুঁয়ে শপথ নিলাম।
তোমাদের এই বাংলার হয়ে
হাজার হাজার অভিশাপ দিলাম।

বিঃদ্রঃ আন্দোলনের সময় লেখা
কিন্তু ব্যস্ততার কারণে প্রকাশ করা হয়নি এতদিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

লামা ফাঁসিয়াখালীর শিক্ষার্থীদের একমাত্র ভরসাস্থল হায়দারনাশী গ্রামার স্কুল

রক্তাক্ত স্বাধীনতা ~চৌধুরী সিয়াম ইলাহী

আপডেট সময় : ০১:১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪

 

যে তুমি স্বাধীনতা নিয়ে লিখেছো হাজার
কবিতা, সেই তুমি আজ নিরব কেন?
চারপাশের এই স্বাধীনতা হারানোর সুর
কি তোমার হৃদয়ে পৌছেনি?

তুমি কে দেখছো না আমার মেধাবী ভাইয়ের
তাজা রক্তে রাজপথ রঞ্জিত হচ্ছে?
আমার বোনের এই স্বাধীন দেধে লাঞ্চিত
হওয়ার এই দৃশ্য কি তুমি দেখছো না?

তুমি কি স্বজনহারাদের কান্নার শব্দ
এখনো শুনতে পাওনি?
তুমিও কি তবে অন্যায়ের বিরুদ্ধে
কলম ধরার স্বাধীনতা হারিয়েছো?

খোদার কসম তবে, আজ থেকে
আমি ভুলে গেলাম তোমাদের।
তোমরা যারা এই যৌক্তিক দাবিতে
আমাদের রিরুধীতা করেছো।

আমরা দমে যায়নি, এখনো আছি বাহান্ন,
উনসত্তর কিম্বা একাত্তরের মতোই,

আমরা আমাদের ভাইয়েদের রক্তের
হিসাব তবে রক্ত দিয়েই বুঝে নিবো।

ভুলে যেও না তোমরা, সুকান্ত ভট্টাচার্যের
সে আঠারো আমরাই।
আমাদের ঠেকাতে গেলে নিজেদের
অস্তিত্ব ঠিক থাকবে না।

এই বাংলার রাজপথ রঞ্জিত রক্তাক্ত
মাটি ছুঁয়ে শপথ নিলাম।
তোমাদের এই বাংলার হয়ে
হাজার হাজার অভিশাপ দিলাম।

বিঃদ্রঃ আন্দোলনের সময় লেখা
কিন্তু ব্যস্ততার কারণে প্রকাশ করা হয়নি এতদিন।