নিজস্ব প্রতিবেদকঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
গত ১৬ জুন ২০২৩ ইং সকাল আনুমানিক ১১ ঘটিকার সময় ভিকটিম আতিকুর রহমান স্থানীয় আদাবৈ সাকিনস্থ “নেক্সাট এক্সপার্ট জোন লিমিটেড” হতে ক্রয়কৃত ঝুটের মাল ফ্যাক্টরীর মেইন গেইটের সামনে পিকআপ গাড়ীতে লোড করার উদ্যোগ নিলে ধৃত আসামী মোঃ ফয়সাল(২৩) অন্যান্য আসামীদের সহায়তায় তাদের হাতে থাকা পিস্তল, চাপাতি, ছেন, চাইনিজ কুড়াল, ইত্যাদি মারাত্বক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে উক্ত “নেক্সাট এক্সপার্ট জোন লিমিটেড” জোন লিমিটেড এর ঝুটের মাল নিতে বাধা প্রদান করে।
ভিকটিম প্রতিবাদ করলে আসামী ফয়সাল ও অন্যান্য আসামীগণ ভিকটিম আতিকুর রহমান (৩২)’কে এলোপাতাড়ি ভাবে মারধর করে এবং একপর্যায়ে ভিকটিম আতিকুর রহমানকে গুলি করে। ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা দ্রুত ঘটনাস্থল থেকে পলায়ন করে। আসামীগণ চলে যাওয়ার পর স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভিকটিমের অবস্থা আশংকাজনক দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
ঢাকা নেওয়ার পথে ভিকটিম আতিকুর রহমান এর অবস্থা আশংকাজনক দেখে ঢাকা উত্তরাস্থ শিন শিন জাপান হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। পরবর্তীতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম আতিকুর রহমান মৃত্যু বরণ করে। এ সংক্রান্তে ভিকটিমের পরিবার বাদী হয়ে গাজীপুর সদর থানায় গত ১৮ জুন-২৩ ইং মামলা রুজু হয় ।
উক্ত নৃশংস হত্যাকান্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও প্রিন্ট ইলেক্ট্রনিক্স মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হয়। এই হত্যাকান্ডের আসামীদের আইনের আওতায় আনার জন্য র্যাব-১ এর আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গত ২১ জুন ২০২৩ ইং অনুমান ৮ ঘটিকায় র্যাব-১ উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জিএমপি, গাজীপুর সদর থানাধীণ শিমুলতলী এলাকায় অভিযান পরিচালনা করে এই হত্যাকান্ডের অন্যতম আসামী মোঃ ফয়সাল(২৩), পিতা-মোঃ লতিফ, থানা-গাজীপুর সদর, গাজীপুর’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ১ টি মোবাইল ফোন ও নগদ ৩১৫/- টাকা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মোঃ পারভেজ রানা
সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার)অধিনায়কের পক্ষে র্যাব-১।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪