জমকালো আয়োজনে শুভ উদ্বোধন হলো আমেরিকান ব্যান্ড রিভ্যাম্প
ইমন হোসাইনঃ অদ্য ২০ জানুয়ারি ২৩ ইং রাজধানীর নয়াপল্টনে স্বনামধন্য মার্কেট সিটি হার্টের ২য় তলায় জমকালো আয়োজন ও মিলাদের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হলো আমেরিকান ব্যান্ড পোশাক জগতের এক অনন্যা নাম রিভ্যাম্প।
দেশী-বিদেশী ব্যান্ডের সমারহ থাকবে রিভ্যাম্পে ।রুচিশীল ছোট,মাঝারি,বড় ছেলেদের,পান্জাবী,পাজামা,বিভিন্ন ব্যান্ডের শো,হ্যান্ড ব্যাগ,ঘড়ি,বেচলেট,আংটি সহ অনেক আইটেম পন্য পাওয়া যাবে রিভ্যাম্পে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সিটিহার্ট মার্কেট ব্যবসায়ীক দোকান মালিক সমিতির সভাপতি, মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া,সেক্রেটারী,মোঃ হারুন অর রশিদ,রিভ্যাম্পের কর্ণধার,ইন্জিঃমোঃআমিরুল ইসলাম অনিক,ইন্জিনিয়ার মোঃ শফিকুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী সোনারতরী কসমেটিকস এর সিইও মোঃ খায়রুল ইসলাম মিনহাজ ও উক্ত মার্কেটের ব্যবসায়ীবৃন্দ প্রমুখ ।