জাহাঙ্গীর আলম
দীর্ঘদিন বিদ্যুৎ বিল বাকি থাকায় পিডিবি কর্তৃক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। প্রায় ৭ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল রেলওয়ে পূর্বাঞ্চলের কার্যালয়। পরে অবশ্য আশ্বাসে পুন:সংযোগ দেওয়া হয়। বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়তে হয়েছে কর্মকর্তা–কর্মচারীদের।
গতকাল ১৯ মে রোববার সকাল সাড়ে ৯টার দিকে রেলের পূর্বাঞ্চলের সিআরবি ও পাহাড়তলী অফিসে লাইন কেটে দেন বিদ্যুৎ অফিসের লোকজন।
পরে বিকেল সাড়ে ৫টার দিকে রেলওয়ে কর্মকর্তাদের বকেয়া পরিশোধের আশ্বাস দিয়ে চিঠি চালাচালি শেষে পুনরায় সংযোগ দেয় পিডিবি। এর আগে চলতি মাসের শুরুতে বকেয়া পরিশোধ না করায় পূর্বাঞ্চলের অধীনে থাকা পাহাড়তলী বিভাগীয় অফিস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
পিডিবি সূত্রে জানা যায়, গত ৬ মাসে রেলওয়ে পূর্বাঞ্চলের বকেয়া বিল দাঁড়িয়েছে ১ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকায়। এর মধ্যে সিআরবি রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান দপ্তরের বকেয়া ৯৭ লাখ টাকা। পরে রেলওয়ে বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীরা বিদ্যুৎ-বিতরণ বিভাগ স্টেডিয়াম শাখার সঙ্গে চিঠি চালাচালি করলে বিকেল সাড়ে ৫টার দিকে পুনরায় সংযোগ দেওয়া হয়।
চট্টগ্রাম বিদ্যুৎ-বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির মজুমদার বলেন, গত ৬ মাস ধরে রেলওয়ে কর্তৃপক্ষকে বকেয়া বিল পরিশোধের জন্য বলা হচ্ছে। অফিসিয়ালি চিঠি দেওয়া হয়েছে, এরপরও কোন সুরাহা পাওয়া যায়নি। যার কারণে নিয়ম অনুযায়ী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পরে নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধের আশ্বাসে পুনরায় সংযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
রেল পূর্বাঞ্চলের পাওয়ার হাউস সুত্রে জানা যায়, বিদ্যুৎ বিলের বাজেট পাওয়া যাইনি মন্ত্রানালয় থেকে, সে জন্য বিল পরিশোধ করতে পারেনি। বিদ্যুৎ বিলের বাজেট বিষয় রেলের ডিজি সচিব সহ সবাই অবগত আছেন বলে জানা যায়।