দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমামের সার্বিক তৎপরতায় এএসআই মোঃ নাজিম উদ্দীন সঙ্গীয় ফোর্স সহ গত ২৫ এপ্রিল ২৩ ইং বেলা ১২.৩০ ঘটিকার সময়ে দাগনভূঞা থানাধীন নারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করিয়া দায়রা-১৪০/১৩, জিআর-১৫১/১২ দাগনভূঞা থানার মামলা নং-০১, গত ১ নভেম্বর ২০১২ ইং এর ০৫ (পাঁচ) বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী আবুল খায়ের ফেনীকে গ্রেফতার করা হয়। উক্ত আসামীকে গত ২৫ এপ্রিল ২৩ ইং বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে দাগনভূঁঞা থানা পুলিশ।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪