মোঃ মোস্তফা শেখঃ অদ্য ১৪ জানুয়ারি ২৩ ই বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএপিএমইএ আয়োজিত ১১ জানুয়ারি-২৩ ইং শুরো হওয়া ৪ দিন ব্যাপী আন্তর্জাতিক মেলা গ্যাপেক্সপো এর সমাপনী দিনে বিজিএপিএমইএ রপ্তানি ট্র্যাপি প্রেজেনটেশন সিরিমনি অনুষ্ঠিত হয়। বিজিএপিএমইএ'র বর্তমান সদস্য প্রতিষ্ঠানের সংখ্যা ১৯ শতাধিক। সদস্য প্রতিষ্ঠানসমূহকে প্রতিযোগিতার মাধ্যমে রপ্তানিতে অবদান রাখার জন্য ২০১৮ সালে প্রথম এ ট্রফি প্রদানের প্রচলন করা হয়েছিল। সরকারের জাতীয় রপ্তানি ট্রফি প্রদানের নিয়মনীতি অনুসরণ করে প্রকৃত প্রত্যাবাসিত রপ্তানি মূল্যের ভিত্তিতে এ ট্রফি প্রাপক নির্বাচিত হয়ে থাকে।
করোনা ভাইরাসের সংক্রমণজনিত কারণে ২০২০ ও ২০২১ সালে যেমন বিজিএপিএমইএ এর বাৎসরিক আয়োজন গ্যাপেক্সপো হয়নি, তেমনি ঐ দুই বছরের জন্য রপ্তানি ট্রফি বিতরণ অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়নি। রপ্তানি ট্রফির জন্য আবেদন ফর্ম সকল সদস্যদের নিকট প্রেরণপূর্বক সদস্য প্রতিষ্ঠানসমূহ আবেদন দাখিল করে থাকে। বরাবরের ন্যায় প্রচ্ছন্ন রপ্তানির ক্যাটাগরিতে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ গ্রুপে প্রতিটিতে ১ম, ২য় ও ৩য় অর্থাৎ মোট ৯টি, সরাসরি রপ্তানি ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য়, মহিলা ক্যাটাগরিতে ১টিসহ মোট ১৩টি রপ্তানি ট্রফি প্রদান করা হয়
এ বছর প্রথম গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং সেক্টরে নবীন উদ্যোক্তাদেরকে উৎসাহিত করতে ১৫জন নবীন উদ্যোক্তাগণকে সম্মাননা প্রদান করা হয়। নবীন উদ্যোক্তাদেরকে এরূপ ক্রেস্ট প্রদান এ সেক্টরে বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধি হবে বলে বিজিএপিএমইএ পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ মনে করে।
গ্যাপেক্সপোতে সদস্য প্রতিষ্ঠান এবং এ সেক্টরের ব্যবসায়ীদের যারা গ্যাপেক্সপো মেলায় হল নিয়েছে তাদের মধ্য হতে ৬টি প্রতিষ্ঠানের স্টলকে সেরা স্টল হিসেবে সম্মাননা প্রদানের মাধ্যমে পুরস্কৃত করা হয়। এ বছর গ্যাপেক্সপোতে বিজিএপিএমইএ এর সদস্য প্রতিষ্ঠান ও সদস্য বহির্ভূত মিলে মোট ৭০টি প্রতিষ্ঠানের সমন্বয়ে মোট ১৯৪টি স্টলে মেলায় অংশগ্রহণ হয়।
বিজিএপিএমইএ রপ্তানি ট্রফি বিতরণ অনুষ্ঠান শুরু হয় বিকেল ৩.০০টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি। তিনি পোশাক রপ্তানিতে গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং সেক্টরের অবদানের বিষয়টি অবহিত হয়ে অ্যাসোসিয়েশনের কার্যকলাপের স্বীকৃতি প্রদান করেন এবং এ সেক্টরের বিষয়ে প্রচারনার মাধ্যমে দেশে-বিদেশে রপ্তানি বৃদ্ধির জন্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন ।
অনুষ্ঠানে সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন রপ্তানি ট্রফি বিতরণ কমিটির চেয়ারম্যান ও বিজিএপিএমইএ এর সহ-সভাপতি (অর্থ) মনির উদ্দিন আহমেদ। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপণ করেন এসোসিয়েশনের ১ম সহ-সভাপতি মোহাম্মদ বেলাল। অনুষ্ঠানের সভাপতি তথা বিজিএপিএইএ এর সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মতি জানান, সদস্য প্রতিষ্ঠানের আগ্রহে এ অনুষ্ঠান উৎসবমূখর হওয়ায় এবং প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি উপস্থিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপণ করেন। আগামীতে অনুষ্ঠান আরো প্রতিযোগিতাপূর্ণ হবে, আরো বেশী প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে এ আশাবাদ ব্যক্ত করেন। তাছাড়া ইলেক্ট্রনিক ও প্রিন্টং মিডিয়ার অংশগ্রহণ বিজিএপিএমইএ-কে আন্তর্জাতিক পরিমন্ডলে পরিচিতি করবে এবং বিদেশী ক্রেতা আকৃষ্ট করবে এজন্য তাদের প্রতিও বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪