আমি নিম্নস্বাক্ষরকারী বশির শিকদার (৮৫), পিতা: আবদুর রহমান সিকদার, মাতা: চান বরু বিবি, জাতীয় পরিচয় পত্র নং: ১৪৬০৮৪৯৯০২, ঠিকানা (স্থায়ী)-ডাক্তার বাড়ী বড় পুইয়াউটা, গ্রাম-বড় পুইয়াডটা, ইউনিয়ন/ওয়ার্ড-১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়ন, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল মোবাইল নং ০১৭৮২৪১৬৩৫১।
আমি মোঃ বশির সিকদার পিতা-মৃত আঃ রহমান সিকদার, সাং-বড় পুইয়াউটা, থানা-বাকেরগঞ্জ, জেলা- বরিশাল থানায় হাজির হইয়া সাধারন ডাইরী করিতেছি যে, আমি বাকেরগঞ্জ থানাধীন ১৩নং পাদ্রিশিবপুর ইউনিয়নের পুইয়াউটা যুবজাগরনী ক্লাব এর দপ্তর সম্পাদকের দায়িত্বে নিয়োজিত আছি। আমি গত ইং ১০/০৮/২৪ তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকার সময় পুইয়াউটা ডাক্তার বাড়ী হইতে বাকেরগঞ্জ আসার পথে আমার নিকট হতে বাকেরগঞ্জ থানাধীন ১৩নং পাদ্রিশিবপুর ইউনিয়নের পুইয়াউটা যুবজাগরনী ক্লাব এর মূল সনদ হারিয়ে যায়। যাহার রেজিঃ নং-৩২১/৮১, স্থাপিত ১৯৭৮ সাল, সহ উক্ত ক্লাবের কার্য্যবিধি, বর্তমান পরিচালনা পরিষদের তালিকা ও অন্যান কাগজপত্রাদি হারিয়েছে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪