সিরাজুল ইসলাম
ঠাকুরগাঁও প্রতিনিধি;
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় তথ্য হালনাগাদ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৬ অক্টোবর ( সোমবার ) সকালে হরিপুর ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের আয়োজনে অসহায়, দিনমজুর ও পল্লী অন্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় অতি সহজে ব্যাংকিং সেবা নিশ্চিতকরণ,তথ্য হালনাগাদ ও সকল প্রকার প্রতারনা প্রতিরোধে গ্রাহক সমাবেশ ও সচেতনতা বৃদ্ধিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ থেকে বিকাল ২টা পর্যন্ত শতাধিক গ্রাহকের অংশগ্রহনে জবাবদিহিতা মুলক এই অনুষ্ঠানটি হয়। হরিপুর আউটলেট ওনার সাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও এরিয়া ম্যানেজ জিয়াউর রহমান,বিশেষ অতিথি আব্দুল হানিফ,( বিশিষ্ট্য ব্যবসায়ী),হামিদুল ইসলাম,( শাখা ব্যবস্থাপক গ্রামীন ব্যাংক,হরিপুর,ঠাকুরগাঁও) আব্দুল জলিল( বিশিষ্ট ব্যবসায়ী) মোবারক আলী( মাষ্টার এজেন্ট ডাচ- বাংলা ব্যাংক,এজেন্ট ব্যাংকিং হরিপুর শাখা) আলহাজ বদরউদ্দীন (বিশিষ্ট ব্যবসায়ী) সহ বাংলাদেশ প্রেসক্লাব রানীশংকৈল শাখার সাংগঠনিক সম্পাদক রবিউল সহ বিভিন্ন এলাকা থেকে আসা গ্রাহকগণ।