আবদুল মামুন,সীতাকুণ্ড প্রতিনিধিঃ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথমধাপে অনুষ্ঠিত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন আনারস প্রতীকে আরিফুল আলম চৌধুরী রাজু।
বুধবার (৮ মে) অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে বেসরকারীভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি ৫৯ হাজার ৭৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদপ্রার্থী দোয়াতকলম প্রতীকে মহিউদ্দিন আহমেদ মঞ্জু পেয়েছেন ১১ হাজার ১৮৬ ভোট। ভাইসচেয়ারম্যান হিসেবে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন উড়োজাহাজ প্রতীকে গোলাম মহিউদ্দিন। তিনি ৫৮ হাজার ২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভাইসচেয়ারম্যান পদপ্রার্থী জালাল আহমেদ টিউবওয়েল প্রতীকে ১১ হাজার ২শত ৩০ ভোট পেয়েছেন।
মহিলা ভাইসচেয়ারম্যান হিসেবে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন পদ্মফুল প্রতীকে শাহিনুর আক্তার বিউটি। তিনি ৫৪ হাজার ৭শত ১২ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিলা ভাইসচেয়ারম্যান পদপ্রার্থী শামীমা আক্তার হাঁস প্রতীকে ৮ হাজার ৮শত ৯ ভোট পেয়েছেন। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে। উপজেলার সবকটি ভোট কেন্দ্রে নির্বিঘ্নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোন বিশৃঙ্খলা হয়নি।
উল্লেখ্য যে, সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলা। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২০ হাজার ২শত ২ জন। তার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৪ শত ৮৩ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৭শত ৯ জন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২২ শতাংশ ভোট পড়েছে বলে নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪