আবদুল মামুন,সীতাকুণ্ড
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের বিশেষ অভিযানে চারটি মামলার চোরাই সিএনজি অটোরিক্সা উদ্ধারসহ চোর সেন্ডিকেট এর এক সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় চারটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়েছে। যার ইঞ্জিন নং-AZ20744, চেচিস নং-MD2A27AXOMWD10510, AZXWLJ89362, চেচিস নং-MD2A27AX5LWJ17877, AZZ WKD40884, চেচিস নং-MD2A27AY9KWD75720, এবং AFZWDD76862, চেচিস নং-MD2A44AZ5DWD37020। শুক্রবার (২৬ এপ্রিল) বিকাল ৫টা ৫ মিনিটের দিকে চট্টগ্রাম নগরীর চাঁদগাও থানা এলাকা হতে তাকে আটক করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। আটককৃত আসামী হলেন, চট্টগ্রাম জেলার মীরসরাই থানার মধ্যম ওয়াহেদপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের পুত্র মোঃ আলী আজগর (৪১)। এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে এক জন সিএনজি অটোরিক্সা চোর সেন্ডিকেট এর সদস্যকে নগরীর চাঁন্দগাও থানা এলাকা থেকে আটক করা হয়েছে। তার দেয়া তথ্য মতে মীরসরাই থানাধীন মহালংকা এলাকা হতে মামলার বর্ণিত একটি সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়। পরবর্তীতে সীতাকুণ্ড থানা এলাকায় অভিযান পরিচালনা করে আরও তিনটি চোরাই সন্দেহে সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়। এঘটনায় সীতাকুণ্ড মডেল থানার মামলা নং-৩৮, ধারা-৩৭৯পেনাল কোড, দায়ের করে আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪