আবদুল মামুন,সীতাকুণ্ড
চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৪ মে) দুপুর ২টার সময় উপজেলার পৌরসদরস্থ সৈয়দপুর টাওয়ারের ৭তলা ভবনের ৫ তলায় ৫০৫ নং ফ্লাটে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। তাৎক্ষণিক আগুন লাগার খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ও ভবনে আটকে পড়া ছয় জন মানুষ কে আহত অবস্থায় উদ্ধার করে। আহতরা হলেন, আবুল হাশেম (৪৮), রুমা আক্তার (৩৮), মমিতা আফরোজ (২৬), আব্দুল্লাহ বিজয় (৯), রহমান বিনয় (২) এবং খালেদা বেগম (৫৫)। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত্র বলে জানা যায়। অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, আজ দুপুর ২টায় সীতাকুণ্ড বাজার সংলগ্ন সৈয়দপুর টাওয়ারে আগুন লাগার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং ভবন থেকে আহত অবস্থায় ছয় জন কে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ৫ তলায় একটি ফ্লাট আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে, এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪