আবদুল মামুন,সীতাকুণ্ড-
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগার হাট পাহাড়ে অবস্থিত সুপ্তধারা নামের একটি ঝর্ণায় গোসল করতে নেমে তাহমিদ (১৮) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২:৩০ মিনিটের দিকে এঘটনা ঘটে। জানা যায়, চট্টগ্রাম শহর থেকে কয়েকজন বন্ধু মিলে বারৈয়াঢালা সুপ্তধারা ঝর্ণা দেখতে আসে, পরে দুপুরে সবাই মিলে ঝর্ণায় গোসল করতে নামে। এসময় ঝর্ণায় নামার সাথে সাথে তাহমিদ নিচে তলিয়ে যায়, তখন সাথে থাকা বন্ধুরা স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঝর্ণা থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে সাঁতার না জানার কারণে ঝর্ণার পানিতে ডুবে এই পর্যটকের মৃত্যু হয়। নিহতের বাড়ী চট্টগ্রাম জেলার রাউজান থানার গহিরা এলাকায়। উক্ত বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ নূরুল আলম দুলাল বলেন, বারৈয়াঢালা সুপ্তধারা ঝর্ণায় গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছে এমন সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পানিতে নিখোঁজ হওয়ার আধা ঘণ্টা পর বিকাল ৩টার দিকে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করি।