মিজানুর রহমান রুবেল সাতকানিয়া
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় কোরবানির ঈদকে সামনে রেখে যানজট নিরসনে অভিযান চালানো হয়েছে। শুক্রবার (১৪ জুন) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও চট্টগ্রাম-বান্দরবান সড়কে ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নিবিঘ্ন করতে সাতকানিয়া উপজেলার কেরানিহাট অংশে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
এসময় সড়কে অবৈধভাবে পাকিং করার দায়ে ১ টি বাস, ১ টি ট্রাক, ১ টি মাইক্রো, ২ টি সিএনজি অটোরিকশাকে সড়ক পরিবহণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০৫ জনকে ০৫ টি মামলায় মোট ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। এ সময় অভিযানে সার্বিক সহযোগিতা করেন সাতকানিয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) হাসানুজ্জামান, থানা পুলিশের কর্মকর্তা ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
সাতকানিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, ঈদকে সামনে রেখে যানজটমুক্ত পরিবেশে সকলের যাত্রা যেন স্বস্তিদায়ক হয় সে লক্ষ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কের কেরানী হাটে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে, জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪