মিজানুর রহমান রুবেল সাতকানিয়া
সাতকানিয়া উপজেলায় ক্ষতিকর রং মিশিয়ে জুস তৈরি করায় এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
(০৫ মে রবিবার) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে
সাতকানিয়া পৌরসভার ০৪ নং ওয়ার্ডের ছমদর পাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় অবৈধ রং মিশিয়ে আমের জুস ও লিচুর জুস উৎপাদন করার অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় আবদুল জব্বার(৭০)কে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
সে সাতকানিয়া পৌরসভা ছমদর পাড়া ৪নং ওয়ার্ডের আবদুল লতিফের ছেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ছমদর পাড়া এলাকায় রং মিশিয়ে আমের জুস ও লিচুর জুস তৈরি করছে, সাথে সাথেই অভিযান চালিয়ে কারখানার মালিক আবদুল জব্বার কে জরিমানা করা হয়, এছাড়া কারখানার সকল পণ্য জব্দ করে বিনষ্ট করা হয় এবং পরবর্তীতে আর অনিরাপদ খাদ্য উৎপাদন না করার শর্তে মুছলেখা নেওয়া হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, স্যানিটারি ইন্সপেক্টর, সরোয়ার কামাল, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪