চট্টগ্রাম দক্ষিণ জেলা সাতকানিয়ায় লাইসেন্স বিহীন ইটভাটা পরিচালনা ও ইট তৈরিতে কাঠ পোড়ানোর অপরাধে ভাটার মালিক এবং ম্যানেজারকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৩০ ডিসেম্বর (শনিবার) বিকালে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জারখীল এলাকায় ডিবিএম ইটভাটাকে এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত সিদ্দিকী।
জানা যায়, মির্জারখীল বাংলা বাজার এলাকার ডিবিএম ভাটায় ইট তৈরির কাজে কাঠ পোড়ানোর খবর পেয়ে সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী সেখানে অভিযান চালান। তিনি জানান, এ ইটভাটার কোন লাইসেন্স নাই। এছাড়া ইট তৈরিতে কাঠ পোড়ানো হচ্ছে। এজন্য ভাটার মালিক এবং ম্যানেজারকে ১ লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। লাইসেন্স বিহীন ইটভাটা এবং ইট তৈরিতে কাঠ পোড়ানো সব ভাটায় অভিযান চালানো হবে।
ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুসারে লাইসেন্স ছাড়া কোনো ইটভাটা স্থাপন ও পরিচালনা করা অবৈধ। আর ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু শীত মৌসুমকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় অবৈধ ইটভাটা চালু করা হয়েছে। আর বৈধ-অবৈধ সব ইটভাটায় জ্বালানি হিসেবে দেদার ব্যবহার করা হচ্ছে কাঠ।
এতে যেমন পরিবেশ দূষণ হচ্ছে। তেমনি ভাটা মালিকদের মুনাফার লোভে উজাড় হচ্ছে গাছপালা, বন। ফলে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪