বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের ডাকে বুধবার বিকালে ফ্যাসিবাদের দোসর সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে সাংবাদিক জনতার অবস্থান কর্মসূচিতে চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে হামলা হয়েছে।
এসময় বিক্ষুদ্ধ জনতা প্রেস ক্লাবের ভিতর অবস্থান নিয়ে থাকা দূস্কৃতিকারীদের ধাওয়া দেয়। পরে সেনাবিাহিনী এবং শিক্ষার্থীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দৈনিক আমার দেশ, দৈনিক নয়াদিগন্ত, দিগন্ত টেলিভিশন, দৈনিক কর্ণফুলী ও দৈনিক সংগ্রাম অফিসে ২০১৩ সালে হামলা, ভাংচূর ও লুটপাটের সাথে জড়িত ব্যক্তি ও ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার উস্কানী দাতাদের বিচারের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য।
১৪ আগষ্ট বুধবার বিকাল চারটায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমউজে সভাপতি মোহাম্মদ শাহনওয়াজের সভাপত্বিতে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচিতে অংশ নেন সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক ও প্রকৌশলীসহ সমাজের বিভিন্নন স্তরের মানুষ।
বক্তব্য রাখেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ বিএসপিপি চট্টগ্রামের আহবায়ক জাহিদুল করিম কচি, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক নসরুল কদির, সিএমইজে’র সাধারন সম্পাদক সালেহ নোমান, এস্যোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি প্রকৌশলী জানে আলম মোহাম্মদ সেলিম, ডক্টস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব নেতা ডা. সারওয়ার আলম, সিএমইউজে’র সহ-সভাপতি মাহবুবুর রহমান, সিএমইউজে’র সাংগঠনিক সম্পাদক বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য’র সমন্বয়কারী সাইফুল ইসলাম শিল্পী, সিএমইজে’র সদস্য আবু সুফিয়ান, হাটহাজারী মাদ্রসার শিক্ষক হাফজে মাওলানা জহিরুল ইসলাম, বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের সমন্বয়কারী আলমগীর নূর, আরিয়ান লেনিনসহ আরো অনেকে।
বক্তারা অবিলম্বে গণহত্যার উস্কানী দাতা সংবাদকর্মী এবং ফ্যাসিবাদের দোসর সাংবাদিকদের চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে বহিষ্কার ও গ্রেফতারের দাবি জানান ।
বিএসপিপি এর আহবায়ক জাহিদুল করিম কচি’র বক্তেব্যের পরপরই চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে সাংবাদিক- জনতার অবস্থান কর্মসূচির উপর হামলা হয়। এসময় বিক্ষুদ্ধ জনতা হামলাকারীদের ধাওয়া দেয়। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্য এবং আন্দোলনরত শিক্ষার্থীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় আরিয়ান লেনিন, ইসমাইল ইমন, এস এম আকাশ ও নজরুল ইসলাম আহত হয়।
এদিকে সাংবাদিক জনতার অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় এক তাৎক্ষনিক প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, ফ্যাসিবাদের দোসর সাংবাদিক নামধারীরা চট্টগ্রাম প্রেস ক্লাবে বসে ছাত্র-জনতার বিপ্লবকে নস্যাত করার নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে। ফ্যাসিবাদের দোসর এসব সাংবাদিক নামধারীরা ছাত্র-জনতার রক্তের উপর দাড়িয়ে এখনো উল্লাস করছে। প্রেস ক্লাবকে এরা সন্ত্রাসীদের আখড়া বানিয়েছে। অবিলম্বে তাদের গ্রেফতার করে যথাযথ বিচার করতে হবে। অন্যথায় সাংবাদিক-জনতা কঠোর কর্মসূচি ঘোষণা করবে। এসময় বক্তব্য রাখেন সাইফুল ইসলাম শিল্পী, আলমগীর নুর ও আরিয়ান লেনিন।