অমিত চক্রবর্তী
সম্মাননা স্মারক পেলেন রোটারি ক্লাব অফ চিটাগাং এরিস্টোক্র্যাট এর সাবেক প্রেসিডেন্ট ডা. মোঃ জয়নাল আবেদীন মুহুরী।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী ম্যাগাজিন ক্লিক এর ৮ম প্রতিষ্টা বার্ষিকীতে আয়োজিত চট্টলা বীর ও তারুণ্যের প্রতীক সম্মাননা অনুষ্টানে চিকিৎসা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য এ সম্মাননা প্রদান করা হয়।
ডাক্তার জয়নাল আবেদীন মুহুরীর জন্ম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটার ঐতিহ্যবাহী মুহুরী পরিবারে। ৫ ভাই ও ১ বোনের মধ্যে তিনি সবার ছোট। বর্তমানে তিনি ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট (শিশু) হিসাবে কর্মরত আছেন। তার স্ত্রী ও একজন চিকিৎসক এবং তারা দুই সন্তানের জনক।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় তিনি মরনব্যাধী থ্যালাসেমিয়া রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছেন এবং থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এছাড়াও অবহেলিত জনগণের জীবন মান উন্নয়নে নিয়মিত কাজ করে যাচ্ছেন।
উক্ত অনুষ্টানে চট্টলা বীর হিসাবে সম্মাননা প্রদান করা হয় একুশে পদক প্রাপ্ত ব্যক্তিত্ব, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, ইস্ট ডেলটা ইউনিভার্সিটির উপচার্য অধ্যাপক মোহাম্মদ সিকান্দার খান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি এম এ সালাম, নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী দেলোয়ার মজুমদার, সাংবাদিক ও কথা সাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরীকে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪