অদ্য ২৩ মার্চ ২৩ইং বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় এন এফ ভি আই শপিং কমপ্লেক্স (সাবেক অন্ধ মার্কেট) এর সামনে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধীদের সংস্থার সম্পদ রক্ষায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে জানানো হয়, সন্ত্রাসী পাভেল ওরফে তোতলা পাভেল ও বাহাদুর ইমতিয়াজ দৃষ্টি প্রতিবন্ধী মার্কেটের ভিতরে তৃতীয় তলায়, মাদকসেবন, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড সহ মার্কেটের ভিতরে নানা অপরাধমূলক কর্মকান্ডের মাধ্যমে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে।এই সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে মার্কেটের দোকান মালিকও ব্যবসায়ীরা অতিষ্ঠ।
মানববন্ধনের প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, সন্ত্রাসী পাভেল ও বাহাদুর ইমতিয়াজ সন্ত্রাসী বাহিনী নিয়ে মার্কেটের তৃতীয় তলায় ২১২ নাম্বার দোকানটি ব্যবসায়িক কাজের জন্য ভাড়া নিয়ে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে এবং সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদেরকে তৃতীয় তলায় পাভেল বাহিনীর নামধারী অফিসে ডেকে নিয়ে এক কোটি টাকা নগত চাঁদা দাবি করে আর যদি চাঁদা না দিতে পারো ওই টাকার সমমূল্য দোকান তাদের নামে বরাদ্দ দিতে বলে, ইতিপূর্বে এই বাহিনী মার্কেটের রিজার্ভ পানির টাংকির উপরে অবৈধভাবে চৌকি বসিয়ে প্রায় ৩০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে মানববন্ধনে অভিযোগ করেন দৃষ্টি প্রতিবন্ধীরা।
অনুসন্ধানে জানা যায়, ইতিপূর্বে সন্ত্রাসী পাভেল ওরফে তোতলা পাভেলের নামে সাভার মডেল থানায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে একটি মামলা চলমান রয়েছে, মামলা নং ৭৫/২০২৩। এছাড়াও সন্ত্রাসী পাভেল বাহাদুর ইমতিয়াজ, ইউসুফের, নামে মাননীয় প্রধানমন্ত্রীর,স্বরাষ্ট্রমন্ত্রী, ডিআইজি, এসপি, র্যাব সংশ্লিষ্ট সাভার মডেল থানা সহ একাধিক দফতরে এই সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
এই বাহিনীর নামে এতগুলো দপ্তরে অভিযোগ করা হলেও আইন শৃঙ্খলা বাহিনী সন্ত্রাসী পাভেল ও তার সহযোগী সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে না। এরই প্রতিবাদে তারা মানববন্ধন কর্মসূচিতে বাধ্য হয়ে অংশ নিচ্ছেন। তাই অবিলম্বে সন্ত্রাসী পাভেল ও তার বাহিনীর বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সহ সকল আইন প্রয়োগকারী সংস্থার নিকট দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান দৃষ্টি প্রতিবন্ধীরা
এ বিষয় পাভেল ওরফে তোতলা পাভেলকে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান ভাই আমার শারীরিক অসুস্থতার কারণে আমার গলা ব্যথা ও ফুলে গেছে। তাই আমি আপনার সাথে পরে কথা বলব বলে তিনি মুঠো ফোনটি লাইন বিচ্ছিন্ন করে দেন।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪