নিজস্ব প্রতিবেদক :- সংসদ সদস্য নাসরীন জাহান ( রত্না ) আমিন এমপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার করায় সাইবার ট্রাইবুনাল আদালতে মামলা হয়েছে।
৮ /১০/২০২৩ ইং রবিবার বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে মো: জাকির হাওলাদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নং ১৪৬/২৩
মামলা সূত্রে জানা যায়, বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শাকবুনিয়া গ্রামের মো: ইউনুচ হাওলাদারের পুত্র জাকির হাওলাদার দীর্ঘদিন যাবত তার নিজ ব্যবহারিত ফেসবুক আইডি ‘জাকির হাওলাদার ‘ নামের আইডি থেকে সংসদ সদস্য রতনা আমিনের বিরুদ্ধে বিভিন্ন সময় রাস্তাঘাটের ছবি সহ মনগড়া মিথ্যা বানোয়াট লেখা তার ফেসবুকে পোস্ট করে আসছে।
এই ঘটনায় উপজেলার কলসকাঠী ইউনিয়নের এম এ বাছেদ হাওলাদার (বাচ্চু) বাদী হয়ে বরিশালের সাইবার ট্রাইবুনাল আদালতে জাকির হাওলাদারকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক অভিযোগটি তদন্ত করে বাকেরগঞ্জ থানার ওসিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪