สล็อตเว็บตรง สล็อต สล็อต สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อต สล็อต หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ สล็อต บาคาร่า
সংবাদ প্রকাশে ক্ষুব্ধ বিআইডব্লিউটিএর প্রকৌশলী,সাংবাদিককে প্রকাশ্যে হুমকি ! - ঢাকার বার্তা ২৪
আন্তর্জাতিক জাতীয়রাজধানীরাজনীতিঅপরাধ  লিড নিউজসর্বশেষখেলাধুলাপ্রযুক্তিব‍্যবসা বানিজ‍্যশেয়ার বাজারসারাদেশব‍্যাংক বীমাঅন্যান্য

ব্রেকিং

সংবাদ প্রকাশে ক্ষুব্ধ বিআইডব্লিউটিএর প্রকৌশলী,সাংবাদিককে প্রকাশ্যে হুমকি !

Published on: October 15, 2025

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সংবাদ প্রকাশের জেরে ভয়ভীতি ও হুমকির শিকার হয়েছেন এশিয়ান টেলিভিশনের প্রতিবেদক ও সাপ্তাহিক মানি লাইন-এর প্রধান প্রতিবেদক জাকির পাটোয়ারী। অভিযুক্ত—বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর আলোচিত অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের বিআইডব্লিউটিএ শাখার সভাপতি আইয়ুব আলী।

প্রতিনিধি জাকির পাটোয়ারীর ভাষ্য অনুযায়ী, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আইয়ুব আলীর বিপুল সম্পদের তথ্য এবং বিশ্বব্যাংক অর্থায়নে পরিচালিত বিআইডব্লিউটিপি-১ প্রকল্পে তার ভূমিকা নিয়ে প্রশ্নবিদ্ধ প্রতিবেদন প্রকাশিত হয়। এসব বিষয়ে মন্তব্য চাইলে ক্ষুব্ধ হয়ে ওঠেন প্রকৌশলী আইয়ুব আলী।

সাংবাদিক জাকির পাটোয়ারী জানান, মুঠোফোনে তিনি (আইয়ুব আলী) অত্যন্ত রূঢ় ও চড়া কণ্ঠে হুমকি দেন, কটূক্তি করেন এবং অশালীন ভাষায় উচ্চবাচ্য করেন। এমনকি, সংবাদ প্রচার করায় মামলা করারও ভয় দেখান।

আইয়ুব আলী বলেন, “আমার কী সম্পদ আছে না আছে, সেটা দেখার জন্য দুদক আছে। আপনি দেখার কে?”—এই প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি সরাসরি সাংবাদিকের ভূমিকা নিয়েই প্রশ্ন তোলেন।

এই ঘটনায় সাংবাদিক সমাজে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিককে প্রকাশ্যে এমন হুমকি ও কটাক্ষ শুধু স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি নয়, গণমাধ্যমের ওপর চরম চাপ সৃষ্টিরও ইঙ্গিত বহন করে।

এ বিষয়ে সাংবাদিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুস্পষ্ট অবস্থান প্রত্যাশা করছেন সংবাদকর্মীরা ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now