র্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই
ও অপহরণের সাথে জড়িত অপরাধীদের গ্রেফতার করে আসছে ।
এরই ধারাবাহিকতায় গত ৪ এপ্রিল ২০২৩ ইং ভিকটিমের পিতা র্যাব-৪ এর নিকট লিখিত একটি অভিযোগ দায়ের করেন যে, কতিপয় দুষ্কৃতিকারী লোক তার ছেলে রাশিদুস সাবরু নিলয় (২৪)’কে আটক রেখে নির্যাতন করে মুঠোফোনের মাধ্যমে ছবি পাঠিয়ে নগদ ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করছে। এরই ধারাবাহিকতায় গত ০৫ এপ্রিল ২০২৩ তারিখ রাতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর দক্ষিন খান থানাধীন ফায়দাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিম’কে উদ্ধারপূর্বক অপহরণকারী চক্রের মূলহোতাসহ নিম্নোক্ত ৫ জন অপহরণকারীকে গ্রেফতার করতে সমর্থ হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন,আতিয়া ইসলাম টিনা নীলা (২২)রবিন মাহমুদ (২২)আসিফ আহমেদ (২০)শারমিন (২৬)জাকির হোসেন (২৪)।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ভিকটিম রাশিদুস সাবরু নিলয় (২৪) ঢাকা জেলার সাভার থানাধীন রেডিও কলোনি এলাকার বাসিন্দা। অপহরণকারী চক্রের মূলহোতা আতিয়া ইসলাম এর সাথে ভিকটিমের সামাজিক যোগাযোগের মাধ্যমে পরিচয় হয়।
গত ২৬ মার্চ ২০২৩ তারিখে গ্রেফতারকৃত ব্যক্তি আতিয়া ইসলাম নীলা ভিকটিমের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুশলাদি বিনিময়ের এক পর্যায়ে ভিকটিমের সাথে দেখা করতে চায় এবং নিজ বাসায় দাওয়াতের নামে এনে অন্যান্য আসামীদের সহযোগে আটকে রেখে শারীরিকভানে নির্যাতন শুরু করে। পরবর্তীতে ভিকটিমের পিতার কাছ থেকে মোবাইল ফোনের মাধ্যমে ৫ লক্ষ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করে অন্যথায় ভিকটিমকে মেরে ফেলার হুমকি দেয়। ভিকটিমের পিতা কোন উপায়ন্তর না পেয়ে র্যাব-৪ বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে উক্ত অভিযোগের প্রেক্ষিতে গত ৫ এপ্রিল ২০২৩ ইং রাতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর দক্ষিন খান থানাধীন ফায়দাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিম’কে উদ্ধারপূর্বক অপহরণকারী চক্রের মূলহোতা আতিয়া ইসলাম টিনা নীলা’সহ ০৫ জন অপহরণকারীকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।