খান মেহেদী :- গণতন্ত্রের লড়াইয়ে রক্ত দিতে হয়, আরও রক্ত দেওয়া হবে, রক্তের বদলে হলেও সব ষড়যন্ত্রকে ভেদ করে এ দেশে গণতন্ত্র এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা হবে বলে মন্তব্য করেছেন বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জননেতা আবুল হোসেন খান।
বিএনপির ৩১ দফার মধ্যে সকল প্রকার সংস্কার রয়েছে। এগুলো বাস্তবায়ন করলে দেশে আর কোনও সমস্যা থাকবে না।
বিএনপিকে নিয়ে একটি গোষ্ঠী অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কিন্তু তাদের এ অপপ্রচার দেশের মানুষ বিশ্বাস করে না।
কারণ বিএনপি গণমানুষের দল। ষড়যন্ত্র করে বিএনপিকে জনবিচ্ছিন্ন করা যাবে না।
তিনি বলেন, কোনো ষড়যন্ত্র বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। বিএনপি অনেক রক্ত দিয়েছে। ১৭ বছরে বিএনপির রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশের রাজপথ। বিএনপি রক্ত দিতে ভয় পায় না।
বিএনপি ভয়ে ছদ্মনামে অন্য দলে যায় না। বিএনপি রক্ত দেয়, নিজ পরিচয়ে থেকেই, শহীদ জিয়ার পরিচয়ে থেকেই, বিএনপির পরিচয়ে থেকেই রক্ত দেয়। রক্ত আরও দেবো আমরা, কিন্তু আমরা কোন ষড়যন্ত্রের কাছে মাথানত করব না।
এ দেশটা স্বাধীন করেছিলাম গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য, মানবাধিকারের জন্য, আইনের শাসনের জন্যে। এ দেশটা আফগানিস্তান করবার জন্য স্বাধীন করি নাই। এ দেশটা কোনো জঙ্গিবাদের দেশে পরিণত করবার জন্য স্বাধীন করি নাই।
আবুল হোসেন খান আরো বলেন, গভীর ষড়যন্ত্র চলছে, গণতন্ত্র প্রতিষ্ঠা যাতে না হয়, জনগণের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত না হয় নির্বাচিত সরকার যাতে না আসতে পারে, সেজন্য কঠিন ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। দেশের ভেতরে এবং দেশের বাইরে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র করছে পলায়নরত ফ্যাসিবাদী শক্তি ও একাত্তরের ওই পরাজিত শক্তি।
আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ওই ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে।
চেয়ারম্যান - আব্দুর রহিম খান ।
সম্পাদক ও প্রকাশক : মাসুদ রানা ।
@dhakarbarta24.com