বিশেষ প্রতিনিধিঃশ্রী শ্রী শীতলা মন্দির কার্যকরী পরিষদ কর্তৃক আয়োজিত সার্বজনীন অষ্টপ্রহরব্যাপী মহোৎসব এর ধর্ম সম্মেলনে শ্রী শ্রী শীতলা মন্দির কার্যকরী পরিষদের সম্মানিত সভাপতি শ্রী তমিত রায় পুরোহিতের সভাপতিত্বে, স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শ্রী মিন্টু দাশ এবং অর্থ সম্পাদক শ্রী পংকজ দাশের সঞ্চালনায় ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উদ্বোধক- শ্রী কার্তিক শীল (সহ-সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মৎস্যজীবীলীগ, বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব),মহান অতিথি- ব্যারিস্টার শ্রী পল্লব আচার্য বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের,সম্মানিত সদস্য আইন বিষয়ক উপ-কমিটির বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি) আশির্বাদক- শ্রী সুগ্ৰীব মজুমদার (দোলন) (সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, সভাপতি, আনোয়ারা উপজেলা পুজা উদযাপন পরিষদ)সম্মানিত অতিথি- শ্রী নিউটন সরকার (সাধারণ সম্পাদক, আনোয়ারা উপজেলা পুজা উদযাপন পরিষদ),সম্মানিত অতিথি- শ্রী লিঙ্কন দেবনাথ(বিশিষ্ট ধর্মীয় সংগঠক, অর্থ সম্পাদক, রাধা বিনোদ কেন্দ্রীয় পরিষদ চট্টগ্রাম)বিশেষ অতিথি- শ্রী লায়ন অজিত নাথ (সভাপতি, বাগীশিপ আনোয়ারা উপজেলা শাখা),
বিশেষ অতিথি- শ্রী প্রণব দাশ (বিশিষ্ট সমাজসেবক)।
আরোও উপস্থিত ছিলেন শ্রী সুকান্ত চক্রবর্তী (সভাপতি, সূর্য তরুণ ক্লাব, পরৈকোড়া আনোয়ারা, চট্টগ্রাম),শ্রী শম্ভুনাথ চক্রবর্তী (সাধারণ সম্পাদক ১ নং ওয়ার্ড পরৈকোড়া আওয়ামী লীগ)।
শ্রী শ্রী শীতলা মন্দির উৎসব চলাকালীন সময়ে পরিদর্শনে আসেন জনাব আজিজুল হক চৌধুরী (বাবুল)( চেয়ারম্যান ৯নং পরৈকোড়া ইউনিয়ন পরিষদ) শ্রী জ্যোতিষ চন্দ্র দেব (এস আই আনোয়ারা থানা)।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪