স্টার রিপোর্টার :
পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল বিপর্যস্ত। বন্যায় সবচেয়ে ভয়ংকর রূপ ধারণ করেছে ফেনীতে। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা বন্যাকবলিত হয়েছে।
২৪ আগষ্ট ২০২৪ ইংরেজি শনিবার রাত ১০ ঘটিকায় সিলেট সদর উপজেলা পাঁচ নং টুলটিকর ইউনিয়ন চেয়ারম্যান মরহুম শেখ মনির উদ্দিন চেয়ারম্যানের ছেলে ইউকে কমিউনিটি নেতা মানবতার ফেরিওয়ালা শেখ সফিক উদ্দিন সিলেট মহানগর ছাত্র শিবির সভাপতি মোঃ শরীফ উদ্দিন, মহানগর ছাত্র শিবির অর্থ সম্পাদক মাসুদ আহমদ এর সাথে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনাকালে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের জন্য নগদ অর্থ প্রধান করেন শেখ সফিক উদ্দিন,।
এসময়ে উপস্থিত ছিলেন শাহান আহমদ, ফয়েজ আহমদ,শহিদ আহমদ, সাংবাদিক বদরুর রহমান বাবর প্রমূখ।
শেখ সফিক উদ্দিন বলেন মানুষ ও মানবেতর প্রাণীদের এই ক্রান্তিকালে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ অর্থ ও খাবার আনুষাঙ্গিক নিয়ে বন্যাদূর্গত এলাকাগুলোর দিকে ছুটছেন। বাদ যাচ্ছে না শিশু পর্যন্ত। প্রবল বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুরসহ অন্তত ১১টি জেলা। এসব জেলার ৭৭টি উপজেলা প্লাবিত হয়েছে। সরকারি হিসাব মতে এ পর্যন্ত ১৩ জন মারা গেছেন।
ভয়াবহ এ পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেক প্রতিষ্ঠান তাদের কর্মীদের অন্তত একদিনের বেতনের অর্থ অনুদান হিসেবে দিচ্ছেন। তিনি দেশ ও প্রবাসে থাকা সকল বিত্তবানদের আহ্বান জানিয়েছেন দলমত নির্বিশেষে সবাই সবার অবস্থান থেকে যারযার সামর্থ্য অনুযায়ী দেশের বন্যার্তদের পাশে দাড়ানোর জন্য।