চট্টগ্রাম মহানগরীর শুলকবহর সুফিবাড়ী সড়কে যাত্রা শুরু করেছে আবাসন প্রতিষ্ঠান ইস্ট ডেল্টা হোল্ডিংস লিমিটেডের ‘ সিরাজা আঞ্জুমান’ প্রকল্প।
১৫ মে (বুধবার) দুপুরে শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনের চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন ও মহিলা কাউন্সিলর জেসমিন পারভিন জেসি ফিটা কেটে ‘সিরাজা আঞ্জুমান’ প্রকল্প কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
নিরাপদ আবাসন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে ইস্টডেল্টা হোল্ডিংস লিমিটেড। সিরাজা আঞ্জুমান প্রকল্প দিচ্ছে আকর্ষণীয় মূল্যে ফ্ল্যাট। এককালীন ও ২৪ মাসের কিস্তিতে কেনা যাবে ইস্ট ডেল্টা সিরাজা আঞ্জুমান এর ফ্ল্যাট। ইস্ট ডেল্টা হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম আবদুল গফ্ফার মিয়াজীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি মালিক মোহাম্মদ শাহজাহান, সমাজ সেবক শাহ জাহান সুফি, এস এম খালেদ, মুরাদপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাইফুদ্দিন সাকি, খলিলুর রহমান, সাংবাদিক হাসান মুকুল, ্ওমর ফারুক,মোহাম্মদ ইউসুফ প্রমুখ।
অনুষ্ঠানে কাউন্সিলর মো. মোরশেদ আলম বলেন, আবাসন ব্যবসায় ইস্ট ডেল্টা হোল্ডিংস লিমিটেড একটি প্রতিষ্ঠিত নাম। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি আবাসন খাতে সুনামের সাথে ব্যবসা করে আসছে। এরই ধারাবাহিকতায় শুলকবহরে সিরাজা আঞ্জুমান এর কাজ শুরু হতে যাচ্ছে। আশাকরি অতীতের ন্যায় এই প্রকল্পটিও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবে।
রিহ্যাব চট্টগ্রামের চেয়ারম্যান হাজী মো: দেলোয়ার হোসেন বলেন, আবাসন আমাদের মৌলিক অধিকার একটি। রিহ্যাব সদস্যরা মানসম্পন্ন ফ্ল্যাট তৈরির অঙ্গিকারাবদ্ধ। ইস্টডেল্টা হোল্ডিংস নিরাপদ আবাসন নিশ্চিত করতে কাজ করছে। সিরাজা আঞ্জুমান একটি সফল প্রকল্প হবে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪