খান মাহাদী
যে মানুষটা বারবার আমার মন ভাঙে,
স্বপ দেখিয়ে স্বপ্ন ভাঙে ।
যে আমাকে অঝরে কাঁদিয়ে ছেড়ে যায় বারবার ,
আবার সে ফিরে আসে নতুন করে দুঃখ দিতে
দুঃখ পাব জেনেও আমি সব ভুলে যাই।
শুধু মায়া লাগে তাই।
সে আবারও আমাকে দুঃখ দিয়ে চলে যাবে
যদি অন্য কাউকে তার বেটার মনে হয়,
এটা জানার পরেও সবকিছু ভুলে
তাকে আবারও আপন করে নেই
শুধু মায়া লাগে তাই।
মায়া লাগে তাই তাকে ফিরিয়ে দিতে পারি না,
তার চোখের দিকে তাকিয়ে বলতে পারি না
চলে যাও তোমাকে আমার প্রয়োজন নেই।
তার মলিন মুখ দেখলে
নিজের কষ্টগুলো প্রকাশ করতে পারি না।
আমার কেবল ইচ্ছে হয়,
তার জীবনের সবটুকু দুঃখ নিজের করে নিয়ে
তার মলিন মুখে একটু হাসি ফুটিয়ে তুলি।
এভাবেই বারংবার আমি তার মায়ায় আটকে যাই।
শুধু মায়া লাগে তাই,
সে দুঃখ দেবার পরেও যতোবারই ফিরে আসে
তার দেয়া সমস্ত দুঃখ ততবারই ভুলে যাই।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪