গত ২৪ মার্চ উত্তরা ৪ নং- সেক্টর-এর হলি ল্যাবের সামন হতে ৬ বছরের শিশু শাহিন শেখ হারিয়ে গেলে এ সংক্রান্তে একটি জিডি করা হয় উত্তরা পূর্ব থানায়। জিডি তদন্তের সূত্র ধরে প্রথমে অপহরণকারী চক্রের সন্ধান পাওয়া যায়। উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম,বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বসহকারে দেখার নির্দেশনা দেন। পরবর্তীতে এডিসি(এয়ারপোর্ট জোন) মোঃ তৌহিদুল ইসলাম, বিপিএম(বার) এর নেতৃত্বে উত্তরা পূর্ব থানার একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামীদের সনাক্ত ও অভিযান পরিচালনা করে গত ৫ মে ২৩ ইং গাজীপুরের সালনা হতে শিশু অপহরণকারী সংঘবদ্ধ চক্রের ৩ সদস্যকে গ্রেফতারে করে।
দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম জানান, দীর্ঘদিন ধরে স্কুল, বাজার, রেস্টুরেন্ট সহ নানা জায়গায় একা থাকা ও বাবা মায়ের সাথে ঘুরতে থাকা শিশুদের টার্গেট করে সুকৌশলে অপহরণ করে তাদের পরিবারের নিকট হতে মোবাইল ফিনান্স এর ( বিকাশ, নগদ) এর মাধ্যমে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ আদায় করে আসছিলো। এই চক্রের মূল হোতা মোঃ মিল্টন মাসুদ (৪৫) ও তার সহযোগী মোঃ শাহীনুর রহমান (৩৮) বিগত ৬/৭ বছর যাবৎ ৫০০/৬০০ শিশুকে অপহরণ এবং তাদের আত্মীয়দের নিকট হতে বিভিন্ন অংকের টাকা (২০০০০,২৫০০০,৫০০০০) গ্রহণ করতো। অপহরণকারীরা দীর্ঘদিন যাবৎ একই কাজে অভিজ্ঞ হওয়ায় একাধিক অভিযান পরিচালনা করে তাদের আইনের আওতায় আনা সম্ভব হচ্ছিল না।
প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান সনাক্ত করে অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ মিল্টন মাসুদ (৪৫)মোঃ শাহীনুর রহমান (৩৮) ও সুফিয়া বেগম (৪৮)।
গ্রেফতারকৃতদের নিকট হতে ২টি মোবাইল ফোন ও অপহরণ কাজে ব্যাবহৃত ৫টি সিমকার্ড উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত মোঃ মিল্টন মাসুদ (৪৫) এর নামে ইতো মধ্যে ৫ টি এবং মোঃ শাহীনুর রহমান (৩৮) এর নামে ৩ টি করে ঢাকা ও গাজীপুরে মামলা রয়েছে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪