গতকাল রাত ১০ টায় SV-804 ফ্লাইট টি রিয়াদ থেকে ঢাকা এসে ল্যান্ড করে। গোপন তথ্যের উপর ভিওি করে APBN, NSI এবং Customs এর যৌথ উপস্থিতিতে SV-804 ফ্লাইটের Cabin Crew মিস রোকেয়া খাতুন কে কাস্টমস গ্রীন চ্যানেলে তল্লাশী করলে তার শরীর তল্লাশী করে ১১ টি স্বর্নের বার,৮ টি স্বর্নের চুরি এবং একটি স্বর্নের চেইন পাওয়া যায়। যার আনুমানিক ওজন ১৯৭৯ গ্রাম। অভিযুক্তের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতার হওয়া কেবিন ক্রুর নাম রোকেয়া খাতুন(৪০)
তিনি সিরাজগঞ্জ জেলার অধিবাসী।
এ বিষয়ে মোহাম্মদ জিয়াউল হক অতিরিক্ত পুলিশ সুপার
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর কাছে জানতে চাইলে তিনি বলেন গতকাল রাত ১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকা এসে ল্যান্ড করে APBN, NSI এবং Customs এর যৌথ উপস্থিতিতে SV-804 ফ্লাইটের Cabin Crew মিস রোকেয়া খাতুন কে কাস্টমস গ্রীন চ্যানেলে তার শরীর তল্লাশী করে ১১ টি স্বর্নের বার,৮ টি স্বর্নের চুরি এবং একটি স্বর্নের চেইন পাওয়া যায়,যার আনুমানিক ওজন ১৯৬৮ গ্রাম স্বর্ণ উদ্ধার।আটককৃত ক্রেবিন ক্রু কে বিমান বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে ও জানান তিনি।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪