নিজস্ব প্রতিবেদকঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে অভিনব কৌশলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের চোখ ফাঁকি দিয়ে পেটের ভিতর দিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা পাচারকালে মোঃ জুয়েল মিয়া (৩৩)’কে গ্রেফতার করছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি চৌকস দল।গ্রেফতারকৃতের হেফাজত হতে ৩০৮০ (তিন হাজার আশি) পিস মাদকদ্রব্য ইয়াবা পাওয়া যায়।
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত ডিআইজি) মোহাম্মাদ সিহাব কায়সার খান,সাংবাদিকদের জানান, এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন সৃষ্টির সূচনালগ্ন থেকেই এয়ারপোর্ট এলাকায় সামগ্রিক নিরাপত্তার পাশাপাশি মানব পাচার, মাদক ও স্বর্ণ চোরাচালান রোধে কাজ করে আসছে। অজ্ঞাত কারণে গত ৫ আগস্টের পর বিমানবন্দরের ভিতরের কাজ করতে বাধার সম্মুখীন হওয়ায় আগের মতো অপরাধ নিরসন করা সম্ভব হচ্ছে না।
তবে আমরা নানা সীমাবদ্ধতার মাঝেও অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রাখতে চেষ্টা করছি।
তিনি আরো জানান,সুযোগ সন্ধানী অপরাধীরা নিত্য-নতুন কৌশলের মাধ্যমে বিভিন্ন অপরাধ সংঘটনে এয়ারপোর্ট ব্যবহার করার অপচেষ্টা পূর্ব থেকেই করে আসছে।এই অপরাধ নিরসনকল্পে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিশেষভাবে প্রশিক্ষিত জনবল দ্বারা গঠিত।অপরাধ দমনের এই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা বদ্ধ পরিকর।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে ও জানান তিনি ।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪