বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করছেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চন্দনাইশ (সাতকানিয়া আংশিক) এলাকা উত্তর সাতকানিয়া বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী।
তিনি বলেন, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ওয়াসিম নিহত হয়েছে। সে ছাত্রদলের নিবেদিত প্রাণ নেতা ছিল। তার জানাজায় হাজার হাজার মানুষ অংশ নিয়েছে। তার প্রতি মানুষ শ্রদ্ধা জানিয়েছে। তার মৃত্যু গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বেগবান করেছে। ওয়াসিমের মৃত্যু ছাত্র আন্দোলনে অসীম শক্তি জুগিয়েছে। ওয়াসিম আকরাম অধিকার আদায়ের সৈনিক হিসেবে প্রাণ দিয়েছে। তার জীবনের মধ্য দিয়ে দেশের মানুষের মুক্তির আন্দোলন সফল হয়েছে।
মঙ্গলবার ( ১০ সেপ্টেম্বর ) সকালে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে তিনি শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মোহাম্মদ আবু ছৈয়দ , মহসিন কলেজ ছাত্রদলের সদস্য সচিব দিদার হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুহাম্মদ নিজাম উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মনির আহমদ , উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফৌজুল কবির রুবেল, উত্তর সাতকানিয়া যুবদল নেতা রাশেদুল ইসলাম , চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আজিজুল হাসান, উত্তর সাতকানিয়া বাজালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম। ১৬ জুলাই বেলা ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে ওয়াসিম শহীদ হন।চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান অনুষদে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত ওয়াসিম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি চকবাজার এলাকার একটি মেসে থাকতেন।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪