বাগেরহাট প্রতিনিধিঃ- বাগেরহাটের শরণখোলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ এর তিন মাসের শিশু পুত্রকে চুরি করে নেওয়ার চেষ্টা করে একটি সঙ্ঘবদ্ধ চক্র। ঘটনাটি ঘটেছে ১২ নভেম্বর রাত দেড়টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর সাউথখালী গ্রামের দেলোয়ার হাওলাদের বাড়িতে।
ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা গেছে, গত তিন মাস আগে আরিফা জাহান মৌমির একটি পুত্র সন্তান মুনাফ হাসান খুলনার একটি হাসপাতালে জন্মগ্রহণ করে। তারপর থেকে অদ্যবধি তিনি পুত্র মুনাফ হাসানকে নিয়ে তার বাবার বাড়ি সাউথখালী ইউনিয়নের উত্তর সাউথখালি গ্রামে অবস্থান করে আসছেন। শিশুটির বাবা হাসানুজ্জামান পারভেজ উপজেলার তাফালবাড়ি বাজার এলাকায় বসবাস করেন। ১২ নভেম্বর রাত দেড়টার দিকে হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে তার শিশু পুত্রকে কাছে না দেখে হাউমাউ করে কান্নাকাটি শুরু করলে পরিবারে অন্যান্য সদস্যরা ঘরের দরজা দিয়ে বেড় হয়ে ডাক চিৎকার শুরু করলে গ্রামবাসীরা ছুটে আসে। এ সময় চোরচক্র লোকজনের উপস্থিতি টের পেয়ে শিশুটিকে ঘরের পাশে রান্নাঘরে ফেলে রেখে দ্রত পাশের ধান ক্ষেত দিয়ে পালিয়ে যায়। শিশুটির মা মৌমী আরো জানান ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় দরজা খোলা পেয়ে চোর চক্রের কেউ ঘরের মধ্যে প্রবেশ করে লুকিয়ে ছিল। তিনি ঘুমিয়ে পড়লে তার তার পাশে থাকা শিশুটিকে সু কৌশলে নিয়ে যায় চোর চক্র।
এ ব্যাপারে শিশু মুনাফ হাসানের মা মৌমী বলেন বিয়ের পর থেকে একটি পরিবারের সাথে তার শত্রুতা বাড়ে। ধারণা করা হচ্ছে শত্রুতা বসত কেউ তার ছেলেকে চুরি করার চেষ্টা করছিল। এ বিষয়টি তিনি থানা পুলিশকে অবহিত করবেন বলে জানান।
এ ব্যাপারে শিশুটির বাবা সাবেক ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ বলেন, তিনি রাজনীতি করলেও তার কোনো শত্রু আছে বলে তিনি মনে করেন না। তবে কোনো চক্র তার অনিষ্ট করার জন্য এ ঘটনা ঘটাতে পারে।
এ ব্যাপারে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, তিনি বিষয়টি জানেন না অভিযোগ পেলে ক্ষতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪