বাগেরহাট প্রতিনিধি:- বাগেরহাটের শরণখোলায় মিম আক্তার (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৮ ই মে শনিবার সকাল আটটার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর গ্রামে নিজ ঘরের ভিতরে আড়ার সাথে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।মৃত গৃহবধূ হলো মালয়েশিয়া প্রবাসী মোঃ রানা সাজ্জালের স্ত্রী ও একই গ্রামের মৃত আমির হোসেনের কন্যা মিম আক্তার। তার ফুফু
মনিয়ারা বেগম অভিযোগ করে বলেন, রতিয়া রাজাপুর গ্রামের রানা সাজ্জালের সাথে আমার ভাতিজী মিমের বিয়ে দিই. দাম্পত্য জীবনে তাদের দুই কন্যা সন্তান রয়েছে। পরিবারের সচ্ছলতা ফেরাতে গত ১০/১১ মাস আগে আমার ভাতিজী জামাই রানা সাজ্জাল তার শাশুড়ীর টাকায় মালয়েশিয়ায় পাড়ি জমান. এমতাবস্থায় তার শশুর বাড়ির সদস্যদের সাথে খুঁটিনাটি বিষয় নিয়ে কলহ চলে আসছিলো মিমের।তার জেরে পরিকল্পিতভাবে হত্যা করে আমার ভাতিজীকে ঝুলিয়ে রাখা হয়েছে দাবি তার।তবে তার স্বামী মালয়েশিয়া প্রবাসী রানা সাজ্জাল মুঠো ফোনে জানান তার স্ত্রী মিম আক্তার একাধিক পরপুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত ছিলো এ কারণে সে আত্মহত্যা করেছে তার ধারণা। এ বিষয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ( ওসি তদন্ত) রাধেশ্যাম সরদার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান.মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।এটি আত্মহত্যা নাকি হত্যা তদন্ত চলছে এবং সুরতহাল রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪