নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে প্রতিমাসে ডিএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম।
তারাই ধারাবাহিতায় অদ্য ১০ মার্চ ২৪ ইং ডিএমপি হেডকোয়ার্টার্সে নির্দেশে ডিএমপি লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এর কার্যালয়ে ফেব্রুয়ারি ২৪ ইং মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে লালবাগ বিভাগে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি লালবাগ জোন ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার আসমা সিদ্দীকা মিলি (বিপিএম, পিপিএম)।
ফেব্রুয়ারি ২৪ মাসের ডিএমপি লালবাগ ট্রাফিক ডিভিশনে শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হোন মেহেদুর রহমান ।প্রতি মাসে ট্রাফিক সেবা বিশ্লেষণ, নিয়ন্ত্রণে পরবর্তী কর্মপন্থা ও কর্মকৌশল সম্পর্কিত নির্দেশনার পাশাপাশি মাঠ পর্যায়ের ট্রাফিক সদস্য ও কর্মকর্তাদের কর্মোদ্দীপনা বাড়াতে প্রতি মাসের কার্যক্রম পয়েন্ট আকারে যোগ করে পরবর্তী মাসের মাসিক পর্যালোচনা সভায় পুরস্কৃত করে থাকেন ডিএমপি কমিশনার।
শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হওয়া সার্জেন্ট মেহেদুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন “কোনো প্রচেষ্টা বৃথা যায় না,কাজের মাধ্যমেই এর পুরস্কার পাওয়া যায়,ছোট এই কর্মজীবনে আমার জন্য এটি বড় স্বীকৃতি ও চ্যালেঞ্জ মোকাবিলার সাহস আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে মনোবল বাড়ার পাশাপাশি দায়বদ্ধতা বেড়ে গেছে।এমন একটি মর্যাদাশীল পুরস্কার দেওয়ায় ট্রাফিক লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার আসমা সিদ্দীকা মিলি (বিপিএম, পিপিএম) স্যার এডিসি ট্রাফিক লালবাগ আশিক হাসান (পিপিএম) স্যার এবং এসি ট্রাফিক লালবাগ মহোদয় সহ আমার বিভাগে কর্মরত সকল টিআই,সার্জেন্টবৃন্দকে সব সময় আমার পাশে থাকার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি।আশা রাখি ভবিষ্যতেও পাশে থাকার আহ্বান জানান তিনি ।