ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে প্রতিমাসে ডিএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম।
তারাই ধারাবাহিতায় অদ্য ৮ আগষ্ট ২৩ ইং ডিএমপি হেডকোয়ার্টার্সে নির্দেশে ডিএমপি লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এর কার্যালয়ে জুলাই,২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে লালবাগ বিভাগে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি লালবাগ জোন ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার আসমা সিদ্দীকা মিলি (বিপিএম, পিপিএম)।
জুলাই.২৩ মাসের ডিএমপি লালবাগ বিভাগ ট্রাফিকের শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হোন খন্দকার আবু আব্দু্ল্লাহ।
প্রতি মাসে ট্রাফিক সেবা বিশ্লেষণ, নিয়ন্ত্রণে পরবর্তী কর্মপন্থা ও কর্মকৌশল সম্পর্কিত নির্দেশনার পাশাপাশি মাঠ পর্যায়ের ট্রাফিক সদস্য ও কর্মকর্তাদের কর্মোদ্দীপনা বাড়াতে প্রতি মাসের কার্যক্রম পয়েন্ট আকারে যোগ করে পরবর্তী মাসের মাসিক পর্যালোচনা সভায় পুরস্কৃত করে থাকেন ডিএমপি কমিশনার।
জুলাই শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হওয়া সার্জেন্ট খন্দকার আবু আব্দু্ল্লাহ কাছে জানতে চাইলে তিনি বলেন,আমার জন্য এটি বড় স্বীকৃতি ও চ্যালেঞ্জ মোকাবিলার সাহস,আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে মনোবল বাড়ার পাশাপাশি দায়বদ্ধতা বেড়ে গেছে।এমন একটি মর্যাদাশীল পুরস্কার দেওয়ায় ট্রাফিক লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার শ্রদ্ধেয় আসমা সিদ্দীকা মিলি (বিপিএম, পিপিএম) স্যারের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার কথা ব্যক্ত করেন।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪