মুহাম্মদ এমরান বান্দরবান
বান্দরবানের লামা উপজেলার ৫ নং সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অপসারণের দাবীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছে ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিষদের মাঠে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে কেয়াজুপাড়া পূর্ব বাজার চৌমুনী থেকে ৫নং সরই ইউনিয়ন পরিষদ পর্যন্ত গণমিছিল করেন জনসাধারণ।
এসময়, ছাত্র,পুরুষ-মহিলা থেকে শুরু করে প্রায় সর্ব স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
অবস্থান কর্মসূচিতে তারা বলেন, সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভোট চোর,অবৈধ ভাবে চেয়ার দখলকারী ও দূর্নীতিবাজ ইদ্রিস কোম্পানিকে অপসারণ ও প্রশাসক নিয়োগের দাবীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করতেছি আমরা।
তারা আরো বলেন, অবস্থান কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দিবো। আমরা এই দূর্নীতিবাজ, ভোট চোর চেয়ারম্যানকে চাই না। আমরা তাকে অপসারণের জোর দাবী জানাচ্ছি।