সুজন বিক্রম
সিনেমার নায়ক থেকে র্যাম্পে হাঁটবেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।
জনপ্রিয় এই চিত্রনায়ককে ভিন্নভাবে তুলে ধরার মূল কারিগর হচ্ছেন দেশের অন্যতম ফ্যাশন ডিজাইনার মডেল ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন।
আসছে আগামী ৭ জুন ( শুক্রবার) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত হতে যাচ্ছে ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’ অনুষ্ঠানে শাকিব খানকে ভিন্নভাবে উপস্থাপন করবেন তিনি।
'ঢাকা ফ্যাশন ডে ২০২৪' আরো অংশ নিবেন চিত্রনায়ক ইমন, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, মাহিয়া মাহি, তিশাসহ দেশের নামকরা সব মডেলরা।
পিয়াল দেশের নামকরা ফ্যাশন ডিজাইনারদের অন্যতম একজন। বিগত দুই যুগেরও বেশি সময় ধরে তিনি দেশ-বিদেশের বড়ো বড়ো ফ্লাটফর্মে কাজ করে আসছেন। ইতিমধ্যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের একাধিক দেশে মডেল ও ফ্যাশন ডিজাইনার হিসেবে সুনাম কুড়িয়েছেন। দেশে এখন যারা নামকরা মডেল তারকা আছেন তাদের অনেকের শুরুটা হয়েছে পিয়ালের হাত ধরে।
পিয়াল হোসেন জানান, এবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ফ্যাশন ডে’। এবারের মূল স্পন্সর থাকছে হারল্যান নিউইয়র্ক। বিশ্বের বিখ্যাত নিউইয়র্ক ফ্যাশন উইক, ল্যাকমি ফ্যাশন -এর আদলে হবে এই ফ্যাশান ডে।
তিনি আরো জানান, নান্দনিক এই আয়োজনের বড় চমক হচ্ছে বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। তিনি অংশ নিয়ে ভিন্নরকম মডেল র্যাম্পে হাঁটবেন। এছাড়াও দেশের আলোচিত সেরা সব মডেল তারকারাও অংশ নেবেন।
এই ফ্যাশন ডে অনুষ্ঠানে নামকরা সব কোরিওগ্রাফার থাকবেন যার মধ্যে রয়েছেন- বুলবুল টুম্পা, সাকিব সনেট, রমিম রায়হান, আফতাব বিন তমিজ, এবি ফ্যাশানের কর্ণধার বাবুল আহমেদ, পারফেক্ট ইলেকট্রনিকস -এর কর্ণধার গোলাম শাহরিয়ার কবির। এর মূল আয়োজক পিএইচ এন্টারটেইনমেন্টের পিয়াল হোসেন।
কো- অর্গানাইজার হিসেবে আছেন বি হ্যাপি এন্টারটেইনমেন্ট এর কর্ণধার সাকিব সনেট ও ঢাকা টকিস -এর কর্ণধার রমিম রায়হান।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪