স্টাফ রিপোর্টার:- লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভার ৬ নং ওয়ার্ডে জোর করে রাস্তা নির্মানের জেরে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে রায়পুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়। এজাহার সূত্রে ও সরেজমিনে গিয়ে জানা যায়, ৬ নং ওয়ার্ড চাকলাদার ভূইয়া বাড়ির মৃত এঞ্জু মিয়া পাটোয়ারীর ছেলে মোঃ আলমগীর হোসেন দিদারের সাথে একই বাড়ির মনোয়ার হোসেন পাটোয়ারীর ছেলে নওশেদ আলমের সাথে দীর্ঘদিন যাবত রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে। গত ৩/৪ মাস পূর্বে নওশেদ তার চলাচলের রাস্তা নির্মানের জন্য আলমগীর হোসেনের বাগানের ১০০ টি সুপারি গাছ কর্তন করে। এরপর আলমগীর তার সীমানায় দেয়াল নির্মান করে ফেলে। নওশেদ সে দেয়ালটিও ভেঙ্গে ফেলে। সর্বশেষ গত ২৭ জুন শুক্রবার নওশেদ ও তার ভাগিনা সাজ্জাদ হোসেন রানা ২০/২৫ জন অজ্ঞাত, উশৃঙ্খল লোকজন নিয়ে আলমগীরের সীমানায় দেয়া বেড়া ভেঙ্গে আগুন ধরিয়ে দেয়। আলমগীর ও তাঁর ছেলে জিহান বাধা দিলে তাদের উপর হামলা চালায়। এতে তারা মারাত্মক আহত হয়। হামলা করে অজ্ঞাত যুবকেরা পালিয়ে যায়। পরে আলমগীর ও তার ছেলে জিহান রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহন করে। আলমগীর পাটোয়ারী বলেন, কিশোর গ্যাং রানা ও বহিরাগত সন্ত্রাসীদের বিরুদ্ধে গ্রেফতারপূর্বক আইনগত ব্যাবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানাই। এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আইনুল কবীর মনির বলেন, বিষয়টি জেনেছি, থানার ওসির ডাকে সাড়া দিয়ে মীমাংসার চেষ্টা করেছি। হামলার বিষয়টি দূঃখজনক। সাবেক কমিশনার স্বপন পাটোয়ারী বলেন, এলাকার একজন মুরুব্বির উপর হামলা করা মানে সকল মুরুব্বির উপর হামলা করা। বহিরাগতদের দিয়ে এ হামলার তীব্র নিন্দা জানাই। অভিযুক্ত নওশেদ আলম ও তার ভাগিনা নিজেদের নির্দোষ দাবী করে বলেন, আমাদের উপর হামলা করা হয়েছে, আমরাও রায়পুর থানায় অভিযোগ দিয়েছি। রায়পুর থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত চলছে, অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪