“রাতের নিস্তব্ধতা”
রাতের নিস্তব্ধতা বেড়েই চলেছে
দিশেহারা ডাকছে
বেওয়ারিশ কুকুর গুলো
খুঁজতে থাকে
লুপ্ত হওয়া আমিত্বকে।
বুকের ভাঁজ ছুঁয়ে
এক অবাধ্য উল্কা
ছুটে চলে দিগ্বিদিক।
তার হৃদয়ের অচেনা গলিতে
নিরুদ্দেশ হই,
থেমে যায় আমার ব্যস্ততা।
অস্থির চোখের কাঁপনে
নিলাম করে দেই
বিষাদের স্তুপ।
অংকটা মেলাতে পারিনা কিছুতেই
এক সুদুরপ্রসারী ভাবনায়
সূত্রগুলো তাল পাকিয়ে যায়
বিরহের হাত থেকে
বাঁচাতে পারি না কবিতাকে।
এক উদভ্রান্ত হৃদয়
ডুবে থাকে আত্মাভিমানে
কিছু পাওয়ার অভিপ্রায়ে
নিভু নিভু হয় আমার
এক সলতের আগ্রহ।
লেখক,হামিদা খাতুন পান্না
বুকের ভাঁজ ছুঁয়ে
এক অবাধ্য উল্কা
ছুটে চলে দিগ্বিদিক।
তার হৃদয়ের অচেনা গলিতে
নিরুদ্দেশ হই,
থেমে যায় আমার ব্যস্ততা।
অস্থির চোখের কাঁপনে
নিলাম করে দেই
বিষাদের স্তুপ।
অংকটা মেলাতে পারিনা কিছুতেই
এক সুদুরপ্রসারী ভাবনায়
সূত্রগুলো তাল পাকিয়ে যায়
বিরহের হাত থেকে
বাঁচাতে পারি না কবিতাকে।
এক উদভ্রান্ত হৃদয়
ডুবে থাকে আত্মাভিমানে
কিছু পাওয়ার অভিপ্রায়ে
নিভু নিভু হয় আমার
এক সলতের আগ্রহ।
লেখক,হামিদা খাতুন পান্না
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪