নিহাল খান :
রাজশাহীর চারঘাটে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অভিযানে চার বেকারীকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজশাহী জেলার চারঘাট উপজেলার নন্দনগাছী এলাকায় চারঘাট উপজেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিস এর যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে ‘বিস্কুট, পাউরুটি ও কেক’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় এবং মোড়কে/লেবেলে অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন সম্বলিত মনোগ্রাম ব্যবহার করায় নন্দনগাছী এলাকায় অবস্থিত মিলন বেকারীকে ২৫ হাজার টাকা এবং রিফাত বেকারীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে পাটিয়াকান্দি বাজারে অবস্থিত ভাই ভাই বেকারীকে ১০ হাজার এবং জোতকার্ত্তিক এলাকায় অবস্থিত ইয়াসিন বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া প্রতিষ্ঠানসমূহকে বিএসটিআই প্রদত্ত লাইসেন্স গ্রহণের জন্য এক সপ্তাহ সময় প্রদান করা হয়।উক্ত সময়ের মধ্যে কারখানার স্বাস্থ্য ও পরিবেশগত অবস্থা উন্নতকরণ এবং বিএসটিআই’র গুণগত মান সনদ গ্রহণ না করলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন চারঘাট উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফ হোসেন।এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
জনস্বার্থে এরকম কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাজশাহী বিএসটিআই বিভাগীয় অফিস
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪