রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারে একটি ছয়তলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ।আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন ট্রাফিক নিয়ন্ত্রণ ও স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, ৬টা ৪ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে প্রথম ইউনিট ৬টা ১৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে আরও ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪