মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় জানালার গ্রিলের সাথে অন্তর (২২) নামের এক যুবকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গলাচিপা পৌরসভার ৫নং ওয়ার্ডের সাগরদি রোডে। অন্তর রতনদী তালতলী ইউনিয়নের দেওয়ান বাজার এলাকার কাঁচারিকান্দার রনজিৎ হাওলাদারের পুত্র। তবে অন্তরের মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে এলাকায়।
জানা গেছে, গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নানা ভব রঞ্জন সরকারের বাড়িতে অন্তর (২২) ছোটবেলা থেকে থাকতো, সেখান থেকে পড়াশুনা করত। সে গত বছর পটুয়াখালী আক্কেল আলী কলেজ থেকে এইচএসসি পাস করে। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে অন্তর ঘুমাতে যায়। সকালে বিছানার কাছের জানালার গ্রিলের সাথে প্যান্টের বেল্ট দিয়ে অন্তরের গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায় স্বজনরা। পরে গলাচিপা থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে নিয়ে যায়। কেন কি কারণে এ ধরনের অঘটন ঘটে গেছে তা কেউ বলতে পারছে না।
বন্ধু ও স্বজনরা জানায়, অন্তরের এক মেয়ের সাথে৷ তিন থেকে চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। গতকাল বিকেলে নিজের ফোন রাগ করে ভেঙে ফেলছে সে। রাতে কি কারণে এমন হলো কেউ জানে না। তবে তাদের ধারণা প্রেমিকার সাথে রাগ-অভিমান করে গলায় ফাঁস দিয়েছে অন্তর।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো: ফেরদৌস আলম খান বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে, প্রেম ঘটিত কারণে আত্মহত্যা করেছে। তবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪