মাসুদ রানা,সিনিয়র রিপোর্টারঃ সাম্প্রতিক সময়ে মাদক বিরোধী অভিযানে প্রতিনিয়ত কাজ করছেন ডিএমপি মিরপুর মডেল থানা পুলিশ। গতকাল রাতে মিরপুর মডেল থানার ট্যাকনিক্যাল মোড় যাত্রী ছাউনির সামনে থেকে
তিন হাজার পিস ইয়াবাসহ মো: ফয়েজ আলম (৩৯) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।গতকাল রাতে গ্রেফতার ফয়েজ যাত্রীর ছদ্মবেশে ছাউনি কিংবা গাড়িতে থাকে, এরপর কৌশলে ইয়াবা বিক্রি করেন।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মিরপুর মডেল থানার ট্যাকনিক্যাল মোড় যাত্রী ছাউনির সামনে থেকে ফয়েজকে গ্রেফতার করা হয়। তখন তার দেহ তল্লা করে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে সাভারে তার বাসা থেকে আরও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ফয়েজ মূলত লবণ ব্যবসায়ী। এলাকায় সবাই তাকে লবণ ব্যবসায়ী হিসেবেই চেনে। কিন্তু আড়ালে তিনি ইয়াবা বিক্রি করেন। কক্সবাজার থেকে এনে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করেন। তিনি কোন যাত্রী ছাউনি কিংবা কোন গণপরিবহনে থাকেন। সেখানেই মাদকসেবি দেখলে তাদের ইয়াবা বিক্রির প্রস্তাব দেন। গতকালও যাত্রী ছাউনিতে ক্রেতার অপেক্ষায় ছিলেন ফয়েজ।তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে বলে জানান ডিএমপি মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন।